নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
মুখ্যমন্ত্রীর করোনা ত্রান তহবিলে এক লক্ষ আঠারো হাজার টাকা দিলেন রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার। শনিবার জেলাশাসক অরবিন্দ কুমার মীনার হাতে চেক তুলে অরিন্দম বাবু।
তবে অরিন্দম বাবু বলেন,” করোনা সংক্রমনে আজ বহু মানুষ বিপন্ন। পরিস্থিতি বিবেচনা করেই মুখ্যমন্ত্রী এই ত্রান তহবিল তৈরী করেছে। তবে কাউন্সিলর হিসাবে সরকারের যে ভাতা বরাদ্দ ছিল তা তিন বছর ধরে নিই নি। আর জমা থাকা টাকার পুরোটাই তথা ১,১৮ হাজার টাকা আজ জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে জমা করেছি। আশা করি অন্যান্যরাও এগিয়ে এসে ত্রান তহবিলে টাকা জমা দেবেন”।
আরও পড়ুনঃ রাজ্য সরকারের উদ্যোগে এবার খাদ্য সামগ্রী পেল বৃহন্নলারাও
অন্যদিকে অরিন্দমবাবুর এই উদ্যোগের প্রশংসা করে জেলাশাসক অরবিন্দ কুমার মীনা বলেন,” রায়গঞ্জের ভাইস চেয়ারম্যান আজ মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১,১৮ হাজার টাকা দান করেছেন। সবার কাছে আবেদন আপনারাও এই উদ্যোগে সামিল হোন”। উল্লেখ্য এর আগেও রায়গঞ্জ ব্লক ও পৌর অঞ্চলে ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ অনাথ মানুষদের মধ্যে ত্রান বিলি করেছিলেন অরিন্দম বাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584