সুদীপ পাল, বর্ধমানঃ
কিছুদিন আগে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ প্রকাশ্যে এক দলীয় সভায় বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডুর মোবাইল নম্বর দিয়ে, তাঁকে রোজ সকালে ‘জয় শ্রীরাম’ বলার নিদান দিয়েছিলেন। এবার সৌমিত্র খাঁ-র নাম না করে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন দেবু টুডু।
এনআরসি ও কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে গলসির জাঁহাপুরে একটি সভায় দেবু টুডু বলেন, তিনি সাঁওতাল ঘরের ছেলে। তার মতো বাবুদের এই বাংলা থেকে তিনি মেরে তাড়িয়ে দেবেন।
বর্ধমান পুরসভার বিদায়ী কাউন্সিলর খোকন দাস এই সভায় উপস্থিত ছিলেন। তৃণমূলের দাবি, প্রায় ৭০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে সভামঞ্চে।
আরও পড়ুনঃ ফেস-মাস্ক নিয়ে হংকং এর বক্তব্য মানছে না চিনের আদালত
বিজেপির সাংগঠনিক সভাপতি (বর্ধমান সদর) সন্দীপ নন্দী বলেন, এক সময় সৌমিত্রবাবু ও দেবুবাবু বন্ধু ছিলেন। সৌমিত্রবাবু ওই দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাই দুই বন্ধুর কথায় তিনি কোনও মন্তব্য করবেন না।
সভামঞ্চ থেকে দেবুবাবু ফের অভিযোগ করেন, ‘জয় শ্রীরাম’ না বললে তাঁকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, তিনি সাঁওতাল বলে তাঁকে অপদস্থ করতে চাইছেন অনেকে। যদিও সন্দীপবাবু বক্তব্য, কোনও জাতিকে তাঁর দল অসম্মান করে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584