নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভিয়েতনাম কিনতে চলেছে রাশিয়ার তৈরি কোভিড ১৯ ভ্যাকসিন। সংবাদ সংস্থা রয়র্টাস সূত্রে প্রকাশিত খবরে এই তথ্য জানা যায়। বর্তমানে ভিয়েতনামে মোট আক্রান্তের সংখ্যা ৯১১ জন যারা মধ্যে মৃত্যু হয়েছে ২১ জনের। এই মুহূর্তে সরকার চিন্তায় রয়েছে নতুনভাবে যাতে আর কেউ সংক্রামিত না হয়।
সরকার আশঙ্কা প্রকাশ করেছে দ্বিতীয় সংক্রমণ হতে পারে এবং ভিয়েতনামের নিজস্ব ভ্যাকসিন আসতে ২০২১ সালের শেষদিক অব্দি সময় লাগবে। এই মধ্যবর্তী সময়ে কোনোভাবেই, সংক্রমণ যাতে না ছড়ায় তা সুনিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
আরও পড়ুনঃ সংযুক্ত আরব আমিরশাহী-ইজরাইলের মধ্যে কূটনৈতিক চুক্তি হতে চলেছে, টুইট ট্রাম্পের
ভিয়েতনাম সরকার যদিও জানায়নি যে তারা কত পরিমান ভ্যাক্সিন কিনছে বা কবে ভ্যাক্সিন তাদের হাতে এসে পৌঁছবে। ভিয়েতনাম করোনা ভাইরাস টাস্ক ফোর্সের প্রধান ভু ডাক ড্যাম বলেন, এই মুহূর্তে তাদের কাছে একটাই উপায়, করোনা ভাইরাস এর থেকে যেকোন ভাবে নিরাপদ থাকা, ভাইরাসটি আছে এটা মেনে নিয়ে।
আরও পড়ুনঃ কার্যকারিতা নয়, প্রথম হওয়া রাশিয়ার লক্ষ্যঃ জেন্স স্ফন
রাশিয়া তাদের ভ্যাক্সিন সম্পর্কে যাবতীয় সন্দেহজনক মন্তব্য নস্যাৎ করে দিয়ে জানিয়েছে আগামী দু সপ্তাহের মধ্যে ভ্যাক্সিন বাজারে আসবে এবং রেগুলেটরি অথরিটি যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সব নথির ক্লিয়ারেন্সের ব্যবস্থা করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584