সুদীপ পাল বর্ধমান
গ্রামকে পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার নিয়ে কয়েকজন যুবক স্বপ্ন দেখেছিলেন গ্রাম পরিষ্কার করার। মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে সেই স্বপ্নের বাস্তব রুপায়ণ ঘটালেন গ্রামের কয়েকজন যুবক। তাঁদের সাথে হাত লাগালেন কয়েকজন বয়োজ্যেষ্ঠ।
যুবকদের মধ্যে অন্যতম গ্রামের বাসিন্দা কার্তিক সাহা সহকারী পদে কর্মরত। তিনি বলেন, কোন রাজনৈতিক ব্যানারের অধীনস্থ হয়ে নয় সম্পূর্ণ স্বাধীনভাবে কয়েকজন যুবক এবং ব্যক্তি আমাদের এই স্বপ্নকে সার্থক করলেন।
কার্তিক পরিচ্ছন্নতার কর্মসূচিতে যাঁরা অংশ নিয়েছেন তাঁদের প্রত্যেককেই কুর্নিশ জানাচ্ছেন। কাশীনাথ গড়াই, সুমন্ত পাল প্রমুখরা এই কর্মসূচিতে অংশ নেন।
আরও পড়ুনঃ স্টেশন পরিস্কার করে গান্ধী জন্ম জয়ন্তী উদযাপন খড়্গপুর ডিভিশনে
যুবকরা অধিকাংশ ছাত্র হওয়ায় কর্মসূচির বাস্তব রূপ দিতে যে অর্থ লাগবে তা নিয়ে বেশ চিন্তায় পড়েছিলেন সদস্যরা। কার্তিকবাবু ছাড়াও বেশ কয়েকজন অর্থ দিয়ে সাহায্য করলেও তা সম্পূর্ণ করা যাচ্ছিল না।
যুবকরা দলবেঁধে হাজির হয়েছিলেন আউসগ্রাম ২ বিডিও অফিসে। বিডিও-র আশ্বাস মেলে সেখানে। বেশ কিছু সরঞ্জাম তাঁদের হাতে তুলে দেওয়া হয়। জামতারা বিএমএইচ অফিস থেকে তাঁদের হাতে তুলে দেওয়া হয় ব্লিচিং পাউডার।
তাঁদের দেখানো পথে গ্রামবাসীরা স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতার আগ্রহী হবেন, সেই আশায় তাকিয়ে থাকেন অমরারগড় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584