সুদীপ পাল বর্ধমানঃ
বর্ধিষ্ণু গ্রাম মানকরের মানুষ চাইছেন তাদের এলাকায় খোলা হোক সমবায় ব্যাংক এর শাখা। মানকর সহ পার্শ্ববর্তী এলাকার সমবায় সমিতিগুলির সমস্ত কাজ করার জন্য যেতে হয় বুদবুদ। মানুষের দাবী যদি মানকর হাটতলায় সমবায় ব্যাংকের শাখা খোলা হয় তবে উপকৃত হবেন এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষ থেকে দীপক পাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের বর্দ্ধমান দপ্তরে আবেদন করেন। তাঁর কথায়, এই অঞ্চলের মানুষ সেন্ট্রাল ব্যাংকের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। একশো দিনের কাজের বেতন ও বিভিন্ন কাজের জন্য ব্যাপক ভীড় হয় নিত্যদিন এই ব্যাংকে। এলাকাবাসীর পক্ষ থেকে মানকর হাটতলায় ব্যাংকের দাবী জানিয়েছিলাম। কারন প্রথমত মানকর গ্রাম পঞ্চায়েতর পাশে কোন ব্যাংক নেই। দ্বিতীয়ত বিস্তীর্ণ জঙ্গল মহল সহ ভাতকুন্ডা, অমরারগড়, সুয়াতা প্রভৃতি অঞ্চলের সমবায় সমিতি গুলি সরাসরি মানকরে এসে কাজ সম্পন্ন করতে পারবে, তখন আর বুদবুদ যেতে হবে না, তাতে সময় ও অর্থ দুটিই বাঁচবে। তৃতীয়ত হাটতলা সংলগ্ন অঞ্চলে গ্রামীণ হাসপাতাল, হাইস্কুল, কলেজ সরকারী-বেসরকারি দপ্তর সর্বোপরি পঞ্চায়েত দপ্তর থাকায় উপকার হবে বহু মানুষের।
বর্ধমান সমবায় ব্যাংকের প্রধান শাখার সাথে যোগাযোগ করা হলে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দেন, মানকরে ব্যাংক খোলার বিষয়টি দ্রুত বিবেচনা করবেন তাঁরা। এখন দেখার বিষয় কবে সমবায় ব্যাংক, শাখার স্থাপনা করে মানকরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584