নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমাজুড়ে ৩৪ নম্বর এবং ৩১ নম্বর জাতীয় সড়ক বেহাল হয়ে পড়ে থাকায় মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে ।
জাতীয় সড়কে চলাচলকারী যানবাহনও যেখানে-সেখানে যানবাহন বিকল হয়ে পড়ে থাকার কারণেও যানজট বেড়েছে। এছাড়া, কমবেশি প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে। চলতি বছরে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হওয়ায় দুটি জাতীয় সড়কই খানাখন্দে ভরে গিয়েছে। উল্লেখ্য, ইসলামপুর মহকুমার মধ্যে দিয়ে দুটি জাতীয় সড়ক গিয়েছে। করনদিঘির নাগর সেতু থেকে পূর্ণিয়া মোড় পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়ক ও পূর্ণিয়া মোড় থেকে সোনাপুর পর্যন্ত ৩১ নম্বর জাতীয় সড়ক রয়েছে।
এরমধ্যে ৩১ নম্বর জাতীয় সড়কের ইসলামপুর শহর বাদে সম্পূর্ণই চার লেনের রাস্তা হয়েছে। ৩৪ নম্বর জাতীয় সড়কে চার লেন তৈরির কাজ চলছে। কিন্তু ৩১ নম্বর জাতীয় সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। বর্ষা শেষ হলে রাস্তার অবস্থা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সাময়িকভাবে মেরামত হলেও কয়েকদিন যেতে না যেতেই জাতীয় সড়কের কঙ্কালসার চেহারা বেরিয়ে আসছে।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এসএনসিইউ ওয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
বিভিন্ন জায়গায় রাস্তায় গভীর গর্ত হয়ে গিয়েছে। এর ফলে প্রায়ই বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ বিকল হয়ে পড়ছে। এছাড়া, খারাপ রাস্তার কারণে গাড়ির গতিতে প্রায়ই হেরফের করতে হয় বলে জ্বালানির খরচও অনেক বেড়ে গিয়েছে। অ্যাম্বুল্যান্সগুলির অবস্থা সবচেয়ে খারাপ।
জাতীয় সড়কের খারাপ অবস্থার কারণে রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে গাড়ির চালকের প্রচন্ড পরিশ্রম করতে হচ্ছে। উত্তর দিনাজপুর প্রাইভেট মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক জানিয়েছেন, এমনিতেই করোনার জেরে পরিবহন ব্যবসায় মন্দা চলছে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে খালি সেফটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু দুই যুবকের
তার উপর রাস্তার যা অবস্থা তাতে সপ্তাহে অন্তত দুইদিন বাস গ্যারাজে পাঠাতে হচ্ছে। ইসলামপুরের ভারপ্রাপ্ত মহকুমা শাসক খুরশিদ আলম জানিয়েছেন, এ বিষয়ে জেলাস্তরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। রাস্তা মেরামত করার চেষ্টা চলছে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584