ভেরি জটে নাজেহাল কোলাঘাট

0
35

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

গত কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের নহলা গ্রামের একটি ভেরি নির্মাণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা, দুই পক্ষকে সামাল দিতে পুলিশ প্রশাসনকে হিমশিম খেতে হয়েছে। সে বিষয়ে খতিয়ে দেখতে সরাসরি সেই এলাকায় ভেরি চাষিদের সঙ্গে কথা বলেন নিউজ ফ্রন্টের প্রতিনিধি।

villager | newsfront.co
নিজস্ব চিত্র

ভেরি চাষিদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এলাকায় কোনরকম ধান চাষ হওয়ার উপায় নেই। দিনের পর দিন ব্যাংক থেকে লোন নিয়ে চাষ করলেও চাষ বাস থেকে তেমনভাবে অর্থ উঠে আসছে না। তাই এলাকার ৬০ জন চাষি একত্রিত হয়ে অবশেষে মাছ চাষ করার ভেরি তৈরির সিদ্ধান্ত নেন।

mapping | newsfront.co
নিজস্ব চিত্র

কয়েকজন ভেরি মালিকের সঙ্গে কথাও বলেন তারা। এই ভেরি নির্মাণের চারজন হল বিবাদীপক্ষ। তাদের জন্যই হচ্ছে না এই ভেড়ির কাজকর্ম। চাষি মৃত্যুঞ্জয় বাবু বলেন, কুড়ি বছর ধরে ওই এলাকায় চাষ করে আসছি, অথচ আসল টাকা উঠতে হিমশিম খেতে হয় আমাদের, তাই বাধ্য হয়ে সমস্ত চাষি একজোট বেঁধে এই সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুনঃ ফের দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত সদস্যার বাড়ি ঘেরাও গ্রামবাসীদের

এলাকায় মাছের চাষের ভেরি হলে এলাকার উন্নয়ন ঘটবে। সেই সঙ্গে এলাকার চেহারা পাল্টে যাবে, তবে এই ঘটনার পর গোটা এলাকা কার্যত থমথমে রয়েছে। কোলাঘাটের বিডিও এবং কোলাঘাটের ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, দুই পক্ষকে নিয়ে বসা হবে। কোলাঘাটের বিধায়ক ইব্রাহিম আলী চাষিদের সঙ্গে কথা বলেছেন।

কিভাবে সমস্যার জট কাটানো যায়। তবে এলাকার আরেক চাষি বলেন এলাকার উন্নয়নের জন্য যদি আগামী দিনে ভেরি নির্মাণ করা যায় তাহলে অনেকটাই উপকৃত হবে এলাকার মানুষেরা। তবে আগামী দিনে কি এই জট মিটবে তা নিয়ে সংশয় দেখা গিয়েছে অনেকের মধ্যে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here