নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কোভিড হাসপাতাল থেকে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেও এলাকাবাসীর আপত্তিতে তাঁর জায়গা হল আইসোলেশন সেন্টারে। কালিয়াগঞ্জের থানাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রশাসনের আধিকারিকরা এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেও সমস্যার সমাধান করতে পারেননি।

দশ দিন আগে কালিয়াগঞ্জ শহরে এক করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল। রায়গঞ্জের কোভিড হাসপাতালে চিকিৎসার পরে তাঁকে সোমবার ছেড়ে দেওয়া হয়। সেই সময় আক্রান্তের পরিবারকেও সরকারি কোয়ারান্টিনে রাখা হয়। সোমবার সন্ধ্যায় পাড়ার লোকেরা খবর পান, ওই করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতালে থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরছেন। এলাকার মানুষ আবার আতঙ্কিত হয়ে পড়েন।
আরও পড়ুনঃ শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে করোনায় আক্রান্ত এক মহিলা
এলাকাবাসীদের বক্তব্য, ‘এর আগেও এই ব্যক্তিকেই সরকারিভাবে করোনা নেগেটিভ সার্টিফিকেট দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাঁকেই আবার পরের দিন সরকারি স্বাস্থ্যকর্মীরা এসে করোনা পজিটিভ চিহ্নিত করে হাসপাতালে নিয়ে যায়। এবারও দশ দিনের মাথায় তাঁকে সুস্থ বলে ছাড়া হল। ১৪ দিন সম্পূর্ন না হলে ওই ব্যক্তিকে থানাপাড়া এলাকায় ঢুকতে দেওয়া হবে না।’ প্রশাসন সূত্রের খবর, ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ। আপাতত তাঁকে স্থানীয় একটি আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। ৪ দিন পরে তাঁকে বাড়িতে ফেরানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584