ঝাড়খণ্ডের গালুডি বাঁধ থেকে সুবর্ণরেখা নদীতে ছাড়া হচ্ছে জল, আশংকা বন্যার

0
126

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

river poster | newsfront.co
নিজস্ব চিত্র

ঝাড়খণ্ডে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার কারণে সুবর্ণরেখা নদীর গালুডি বাঁধ থেকে ছাড়া হয়েছে প্রায় ৩ লক্ষ কিউসেক জল। ফলে নদীতে জল বাড়ার সাথে সাথে বন্যার আশংকা তৈরি হয়েছে নদী তীরবর্তী ব্লকগুলিতে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী, দাঁতন ও মোহনপুর ব্লকের নদী তীরবর্তী এলাকাগুলিতে প্রভাব পড়তে পারে বলে আশংকা প্রশাসনের।

announcement | newsfront.co
মাইকিংয়ের মাধ্যমে সতর্কবার্তা। নিজস্ব চিত্র
villagers | newsfront.co
পীযুষ চক্রবর্তী, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দিনহাটায় সদ্যজাত শিশুর দেহ উদ্ধার

এই আশংকায় ইতিমধ্যে সতর্ক প্রশাসন। নদী তীরবর্তী গ্রামগুলিতে নিচু এলাকার বাসিন্দাদের অপেক্ষাকৃত উঁচু জায়গায় সরানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। নদীর তীরবর্তী এলাকাজুড়ে করা হচ্ছে মাইকিংয়ের মাধ্যমে সতর্কবার্তা।

river | newsfront.co
নদীর তীরবর্তী অবস্থা। নিজস্ব চিত্র
villagers | newsfront.co
এলাকার মানুষ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ লকডাউনে স্তব্ধ পশ্চিম মেদিনীপুর জেলার জনজীবন

বন্যার আশংকায় মজুদ রাখা হয়েছে পর্যাপ্ত ত্রিপল ও ত্রাণ সামগ্রী বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এদিকে জেলা থেকে তৈরি রাখা হয়েছে সিভিল ডিফেন্সের দলকে। ফলে নদীর তীরবর্তী ব্লকগুলিতে তৈরি হয়েছে আতংক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here