কেশপুর-শালবনীতে হাতির তান্ডব,আতঙ্ক

0
65

নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুরঃ

বেশ কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত। ইতিমধ্যেই বনদপ্তর সূত্রে জানাগেছে, কেশপুর ব্লক ও শালবনী ব্লক জুড়ে রয়েছে হাতির পাল। ইতিমধ্যেই ওই দুই ব্লকের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ।

elephant attacked | newsfront.co
হাতির তান্ডব ৷ নিজস্ব চিত্র

পাশাপাশি ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।যদিও এই বিষয়ে সদা তৎপর রয়েছে বনদপ্তর। কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুরের জঙ্গল থেকে একটি দলছুট হাতি খাবারের সন্ধানে সোমবার ভোরে লোকালয়ে চলে আসে, এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়ায় কেশপুর ব্লকের মোচারা গ্রামে।খাবারের সন্ধানে মোচারা গ্রামের বাসিন্দা সুজিত পাত্রের বাড়িতে রীতিমত হামলা চালায় ওই দলছুট হাতি।

আরও পড়ুনঃ বাসের গ্যারেজে আগুন, চাঞ্চল্য বিধাননগরে

তার গোডাউনের শাটার ভেঙে চাল গম সব খেয়ে যায় ওই দলছুট হাতিটি। ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় গোটা গ্রাম জুড়ে।অন্যদিকে ক্ষয়ক্ষতি হওয়ার ফলে কার্যত মাথায় হাত পড়ে যায় সুজিত পাত্রের। ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে তিনি।এছাড়াও শালবনী ব্লকের গোদাপিয়াশাল, জামিরগোট সহ বিভিন্ন গ্রামে গিয়ে হাতির দল মাঠে থাকা ফসলের ব্যাপক ক্ষতি করছে।

আরও পড়ুনঃ রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী, ক্ষোভ লালগোলায়

সেই সঙ্গে আনন্দপুর থানার তেঘরি অঞ্চলের প্রচুর ফসলের ক্ষতি করছে বলে গ্রামবাসীরা জানান। যার ফলে একদিকে হাতির হামলা এবং অন্যদিকে প্রচন্ড শীত পড়ায় গভীর সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। স্বভাবতই ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here