নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনে মধ্যে মধুচক্রের আসর বসানোর অভিযোগ তুলে সরব হলেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মালদহের মালঞ্চপল্লীতে। এলাকাবাসীর অভিযোগ, লকডাউনের সুযোগ নিয়ে পাড়ায় চলছে অসামাজিক কাজকর্ম ও মধুচক্রের আসর। এদিন কয়েকজন যুবককে আটকে ঘরে তালা দিল এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করছে। যদিও ঘটনার পর অভিযুক্ত পরিবারের সদস্য ও বহিরাগত যুবকেরা বাড়ির পেছন দরজা দিয়ে পালিয়ে যায়।
জানা গেছে, প্রবীর চৌধুরীর বাড়িতে এই মধুচক্রের আসর বসত। যদিও প্রবীর বাবু পারিবারিক বনিবনা না হওয়ার কারণে বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া থাকেন । নিজের ওই বাড়িতে থাকেন শুধুমাত্র তাঁর স্ত্রী। এলাকাবাসীর অভিযোগ, এই সুযোগে তার বাড়িতে বহিরাগত দুস্কৃতীরা অসামাজিক কাজকর্ম ও মধুচক্রের আসর বসান। এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
আরও পড়ুনঃ বুনো হাতির আক্রমণে মৃত্যু এক ব্যক্তির
এই নিয়ে ওই মহিলাকে বার বার অভিযোগ জানালেও কোন ভ্রুক্ষেপ করছিলেন না। রবিবার দুপুরে ফের বহিরাগত কয়েকজন যুবক তাঁর বাড়িতে ঢোকে। এরপর এলাকাবাসী বাইরে থেকে বাড়িতে তালা ঝুলিয়ে পুলিশকে খবর দেয়। ঘটনা বেগতিক দেখে বাড়ির পিছনের দরজা দিয়ে মহিলা সহ বহিরাগতরা পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584