নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
প্রবল বর্ষণে নদী গর্ভে বিলীন হতে বসেছে বেশ কয়েকটি বাড়ি। এখনও পর্যন্ত নদী গর্ভে তলিয়ে গিয়েছে ৩ টি ঘর। বার বার জানানো সত্ত্বেও কোন ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। এমনই চিত্র ধরা পড়ল আলিপুরদুয়ার জেলার জটেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েতের আলীনগর এলাকায়। আশঙ্কায় প্রহর গুনছেন এলাবাসীরা।
স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে তাতাসি নদীর জল বেড়ে যাওয়ার ফলে নদীর গতিপথ পরিবর্তন করে একের পর এক ঘর বিলীন হয়ে যাচ্ছে নদী গর্ভে। গোটা ঘটনায় এলাকায় কুড়িটির মতো পরিবার আশঙ্কায় প্রহর গুনছেন।
আরও পড়ুনঃ প্রসূতি মৃত্যুর ঘটনায় উত্তেজনা ঝাড়গ্রামের হাসপাতালে
স্থানীয় গ্রামবাসী দুলাল বর্মন বলেন, ” গতকাল রাতে হটাৎ বিকট শব্দে ঘুম থেকে উঠে দেখি নদীতে তলিয়ে গিয়েছে রান্না ঘর ও গোয়াল ঘর। কোন মতে প্রাণ বাঁচিয়ে গবাদি পশু গুলিকে বের করি ও পরিবারের পাঁচ সদস্যদের বের করে নিরাপদ স্থানে রাখি। এই পরিস্থিতিতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584