নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বৃষ্টিতে মাটি বসে গিয়ে ব্রীজে ওঠার মুখের রাস্তা বেহাল হয়ে পড়েছে। ফলে প্রায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। তবু হেলদোল নেই প্রশাসনের। বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও কোন ফল পাননি বলে অভিযোগ। বর্তমানে এমনই বেহাল অবস্থায় পড়ে রয়েছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রামরায় ঘাট সেতুটি।
উল্লেখ্য, ২০১৭ সালের ভয়াবহ বন্যায় এই ব্রীজ দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মাঝে প্রশাসন থেকে মেরামতি করা হয়। কিন্তু বর্তমানে আবার বেহাল দশায় পরিণত হয়েছে ওই ব্রীজটি। মঙ্গলবার সকালে এই ব্রীজে ওঠার মুখে একটি পাট বোঝাই ভুটভুটি উল্টে যায়। ভুটভুটি উল্টে যাওয়ায় ওই ব্রীজের উপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তৈরি হয় যানজট। এমনকি অ্যাম্বুলেন্সকেও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে।
আরও পড়ুনঃ ফের গঙ্গার ভাঙন ! নিদ্রাহীন রাত কাটছে এলাকাবাসীর
এই ব্রিজের উপর দিয়ে অনেক গ্রামবাসীকে যেতে হয় হাসপাতাল, ব্যাংক, সরকারি অফিস ও দৈনিক বাজারে এবং ছাত্র-ছাত্রীদেরকে যেতে হয় স্কুলে। যে কোন সময় ভেঙে যেতে পারে এই রামরায় ব্রিজটি। এই ব্রীজ ভেঙে গেলে হরিশ্চন্দ্রপুরের সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে বেশ কয়েকটি গ্রামের। হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিষবা খাতুনের স্বামী আফজাল হোসেন জানান, সেতুর সংযোগকারী রাস্তাটি তৈরির বিষয়টি পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584