নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
৫১২ নম্বর বেহাল জাতীয় সড়ক মেরামত, পথবাতি ও নিকাশি নালা সংস্কারের দাবিতে করলা ভিটা মোড়ে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহুদিন ধরে করলা ভিটা এলাকায় বেহাল হয়ে রয়েছে গাজোল-বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়কটি। ফলে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় আহত হচ্ছেন বহু জন।
ফলে এক রকম আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ। কিন্তু রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। এছাড়া করলা ভিটা এলাকা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত যে পথ বাতি লাগানো হয়েছে তা সংস্কারের অভাবে প্রায় প্রতিদিন রাতেই বন্ধ থাকছে। অন্ধকারের মধ্য দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন এলাকার সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ গঙ্গা ভাঙন পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে বিজেপির সাংসদ
এ কারণেই একাধিক দুর্ঘটনা ঘটছে। আর এই খারাপ আর অন্ধকার রাস্তায় গাড়ি চালাতে গিয়ে বিপাকে পড়েছেন গাড়ির চালকরাও। তারপরেও এখনও এই পথ বাতি সংস্কারের উদ্যোগ নেয়নি গাজোল ১ গ্রাম পঞ্চায়েত। আবার এলাকার নিকাশি নালার সমস্যার কারণে ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে নালার জল বয়ে চলেছে, যার কারণে রাস্তার খানাখন্দ ভরে গিয়েছে জলে। আর এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। নিকাশি নালা সংস্কারের ব্যাপারে উদাসীন প্রশাসন।
তাই এদিন জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসীরা। তাদের দাবি অবিলম্বে সংস্কার করা হোক জাতীয় সড়ক, সমাধান করা হোক পথবাতি ও নিকাশি নালার সমস্যা। সমস্যাগুলি সমাধানের জন্য প্রশাসন উদ্যোগ নেবে এই আশ্বাস পাওয়া গিয়েছে। তবে সমস্যার সমাধান না হলে আগামী দিনে আবার আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584