সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
হালখাতার মিষ্টি খেয়ে প্রায় পাঁচশত গ্রামবাসি অসুস্থ হয়ে পড়লো।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্র মোহনপুর বিবেকানন্দ বাজারে।
অভিযোগ ক্ষেত্র মোহনপুরের বাজারের প্রসিদ্ধ বস্ত্র ব্যবসায়ী শ্রীমন্ত কুমার পাত্র দোকানে হালখাতা ছিল,সেই অনুষ্ঠানে মিষ্টির প্যাকেট বিলি করা হয়।সেই মিষ্টি খায় অনেকেই।খাওয়ার পর পেটের যন্ত্রণা বমি পায়খানা শুরু হয়ে যায়।
নতুন বাজারে স্থানীয় ডাক্তারের কাছে একের পর এক আসতে শুরু করে অসুস্থরা।আট থেকে আশি বছরের কেউ বাদ নেই।প্রায় ৫০০বেশি স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধারা এসে হাজির হন।
খবর যায় প্রশাসনের কাছে।পাথরপ্রতিমা ব্লকের ব্লক নির্বাচন আধিকারিক ঐ এলাকার প্রশাসনকে নির্দেশ দেন তড়িঘড়ি এলাকায় আসার জন্য।
আরও পড়ুনঃ মিড-ডে মিলের খাবার খেয়ে অসুস্থ ২৯ জন স্কুল পড়ুয়া
বর্তমানে এলাকায় পাথরপ্রতিমা ব্লক মেডিকেল অফিসের তরফ থেকে বসেছে মেডিকেল ক্যাম্প।
হঠাৎ এত গুলো মানুষের অসুস্থতার কারণে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।পুলিশ পিকেটও বসানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584