নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করল গ্রামবাসীরা। ঘটনাটি বুধবার জলঙ্গী থানার সাহেবনগর গ্রামে ঘটেছে।

ঘটনায় আবুল কালাম বাশার, রফিকুল ইসলাম ও কনক সেখ নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের ঘটনায় প্রথমেই নাম উঠে এসেছে তহিরুউদ্দিন শেখের। কিন্তু তাকে বা তার সঙ্গীদের গ্রেফতার না করে এই তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রামবাসীদের জিজ্ঞাস্য অপরাধী না হওয়া সত্ত্বেও তাদের কেন গ্রেফতার করা হল।
এই ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। ধৃত ব্যক্তিদের ছাড়ানোর দাবিতে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথে নামল গ্রামের সাধারণ মানুষ ও মহিলারা।

বৃহস্পতিবার স্থানীয় গ্রামবাসীরা মৃতদেহ কবরস্থ না করে সাগরপাড়া-রানীনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পাশাপাশি স্থানীয়দের দাবি, ঘটনায় অভিযুক্ত তহিরউদ্দিন মন্ডল ও মিল্টন মন্ডলকে গ্রামবাসীদের হাতে তুলে দিতে হবে। যতক্ষণ না পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের গ্রামবাসীদের হাতে তুলে না দিচ্ছে ততক্ষণ তাদের বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন।



আরও পড়ুনঃ স্ত্রী-শিশুকন্যাকে হত্যা করে কবর দেওয়ার অভিযোগ, পলাতক অভিযুক্ত
পাশাপাশি গ্রামবাসীদের প্রতিশ্রুতি অনুযায়ী ওসি জামালউদ্দিন মন্ডল ও ওসি বিপ্লব কর্মকারের নেতৃত্বে গ্রামবাসীরা লাশ সৎকার করার কথা বলেন। তাদের দাবি প্রকৃত খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। নির্দোষ ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দিতে হবে। ওসি উৎপল কুমার দাসের অপসারণ করতে হবে এবং মৃত পরিবারের সদস্যদের ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584