পিয়ালী দাস, বীরভূমঃ
পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যু নিয়ে ধুন্ধুমার কান্ড বীরভূমের মল্লারপুরে। শুক্রবার সকালে রামপুরহাট মেডিকেল কলেজে মৃত্যু হয় ১৫ বছরের এক নাবালকের। পরিবারের অভিযোগ, একটি চুরির ঘটনা তদন্ত করতে ওই যুবককে মল্লারপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে যায়।
কিন্তু শুক্রবার সকালে খবর আসে কিশোরের মৃত্যু হয়েছে। এরপরে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। ক্ষোভের বহিঃপ্রকাশ আছড়ে পড়ে ১৪ নং জাতীয় সড়কের উপরে। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে সাধারণ মানুষ। তাদের দাবি জিজ্ঞাসাবাদের নামে অকথ্য অত্যাচার করেছে পুলিশ। পুলিশের মারধরের জন্য মারা গেছে ওই কিশোর।
আরও পড়ুনঃ জারালাটা গ্রামে, বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদার শেষকৃত্যে বাধা
কিন্তু মল্লারপুর থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সকালবেলায় ওই কিশোর জানায় সে বাথরুমে যাবে। সর্বসাধারণের ব্যবহারের জন্য যে বাথরুম আছে সেই বাথরুমে ওই কিশোরকে পাঠানো হয়। দীর্ঘক্ষণ বাথরুম থেকে বেরিয়ে না আসার ফলে পুলিশের সন্দেহ হয়। যেহেতু বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল তাই দরজা ভেঙে পুলিশ দেখতে পায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে ওই কিশোর। ময়নাতদন্তের জন্য তাকে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
এবং মল্লারপুর থানার পুলিশের তরফে আদালতে ইতিমধ্যে আবেদন করা হয় একজন বিচারপতির তত্ত্বাবধানে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। এর মধ্যেই আসরে নামে বিজেপি। রাজ্য বিজেপির যুব সভাপতি সৌমিত্র খাঁ জানান, আগামীকাল মল্লারপুরে ১২ ঘন্টা বনধের ডাক দেওয়া হয়েছে। তিনি দাবি করেন মৃত কিশোর এবং তার পরিবার বিজেপির সমর্থক৷ যেভাবে ওই কিশোরকে থানার ভেতরে পুলিশ হত্যা করেছে তার বিচার না হওয়া অবধি শনিবার থানা ঘেরাও রাখা হবে।
আরও পড়ুনঃ বালুরঘাটে জেল ভরো কর্মসূচি
কিন্তু বিজেপির এই পরিকল্পনাতে জল ঢেলে দেয় মৃত কিশোরের বাবা গনেশ মেহনা। তিনি পরিষ্কার জানান তিনি বা তার ছেলে কখনই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তার ছেলে আত্মহত্যা করেছে। এক্ষেত্রে পুলিশের কোথাও কোনো দোষ তিনি দেখছেন না।
মৃত কিশোরের বাবা সাফ জানিয়ে দেন পুলিশের মারে তার ছেলের মৃত্যু হয়েছে বলে যে আন্দোলন সকাল থেকে চলছিল তার কোনো যৌক্তিকতা নেই। মল্লারপুরের তৃণমূল নেতা ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। একজন নাবালকের মৃত্যু হয়েছে। কিন্তু এই মৃত্যুকে ঘিরে বিজেপি নোংরা রাজনীতি করছে। এভাবে বনধ করে মানুষের মন কখনই জয় করা যাবে না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584