নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সামনেই নির্বাচন,আর এই নির্বাচনের জন্য প্রত্যেক দল তার নির্বাচিত সদস্যের প্রচারে বেরিয়ে পড়েছে গ্রামে বাড়িতে বাড়িতে।এলাকার উন্নয়নকে হাতিয়ার করে শাসক দল যেখানে ভোটব্যাঙ্ক ভরাতে যাচ্ছিল,সেখানে উন্নয়নের প্রশ্নে ভোট বয়কটের ডাক দিলেন এলাকাবাসীরা।
প্রায় বছর চারেক ধরেই রাস্তার অবস্থা বেহাল হয়ে রয়েছে,ভ্রুক্ষেপ নেই প্রশাসনের।অবশেষে রাস্তা সংস্কারের দাবি নিয়ে পথে নামল এলাকাবাসী ও ছাত্র ছাত্রীরা।সোমবার সকালে বেলদা থানার তুতরাঙ্গা অঞ্চলের আসন্দা হাইস্কুল থেকে মূলকুড়িয়া পর্যন্ত প্রায় ৭কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে একটি অবরোধ কর্মসূচি গ্রহণ করে তারা ।দীর্ঘক্ষন অবরোধ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ।এলাকাবাসীদের বক্তব্য দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল রয়েছে, কোন রূপ সংস্কার হয়নি।এলাকার নেতৃত্বরা জানেন,সবাই দেখছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই রাস্তা ধরে যেতে হয় ‘আসন্দা শিক্ষা নিকেতনে’ স্কুলের ছাত্র-ছাত্রীদের ।শুধু স্কুলের ছাত্র-ছাত্রী নয়, এছাড়াও কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসা নিয়ে যাওয়া ও বাজারে বিক্রয় এর জন্য এই রাস্তা ব্যবহার করে থাকেন ।প্রত্যহ কোনো না কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হয় তাদের।পন্য নিয়ে যাওয়ার সময় যানবাহন বিকল হয়ে পড়ে।ছাত্র ছাত্রীদের সরকারের দেওয়া সবুজ সাথী সাইকেল থাকলেও রাস্তা বেহাল হওয়ার জন্য পায়ে হেটেই যেতে হয় স্কুলে।অবশেষে এলাকাবাসীরা বিরক্ত হয়ে এবারে আসন্ন লোকসভা নির্বাচনে আসন্দা ও মূলকুড়িয়া বুথের প্রায় দেড় হাজার জন ভোটার ভোট বয়কট করবে বলে জানিয়েছেন।
এলাকাবাসী ধীরেন কুমার ঘোড়াই এর বক্তব্য “রাস্তার আজ যে বেহাল অবস্থা তাতে সাধারণ মানুষ আজ সরকারের উন্নয়ন থেকে উপেক্ষিত,দুর্ঘটনাগ্রস্ত।সেই রাস্তার উন্নয়ন করে, সাধারণ মানুষ যাতে উপকৃত হয় জনগণের পক্ষ থেকে ,সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা এই আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করেছি।এই আন্দোলনে আমাদের কোন রাজনীতি চরিত্র নেই ,কোন কালার নেই ,কোন সংগঠনের কোনো স্বার্থ নেই,কোন ব্যক্তি স্বার্থ নেই।এই আন্দোলন আমরা জনগণের উন্নয়নের জন্য জনগণের স্বার্থেই আমরা করছি।” অপর এক এলাকাবাসী অশোক নায়েকের বক্তব্য “আমরা দিনমজুর খেটে খাই, এইরকম রাস্তার অবস্থা হলে কিভাবে কাজ করব।সময় ও পরিশ্রম দুটোই বেকার হয়ে যায়।তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবারের ভোট বয়কট করব।”
স্কুল ছাত্রী মুনমুন ঘোড়াই ও ছাত্র সনাতন বর্মন এর কথায় “এখন রাস্তাতে তবুও যাতাযাত করা যায় । রাস্তার এমন অবস্থা বর্ষা এলেই স্কুলে যেতে ইচ্ছে করে না ।আমরা চাই রাস্তাটি নতুন করে তৈরি করা হোক ।যাতে আমাদের সবার স্কুলে যেতে সুবিধা হয় ।”
আসন্দা শিক্ষা নিকেতন এর প্রধান শিক্ষক মহিতোষ দাস বাবু জানান ” আমাদের অনেক ছাত্র-ছাত্রী মূলকুড়িয়া থেকে আসে ।পরীক্ষার সময় অর্ধেক জন কামাই করে ,আসতে পারে না, অভিভাবকরা আমাকে পরে এসে জানান ।আমাদের স্কুল প্রথম এই রাস্তা নিয়ে আন্দোলন করেছিল কিছুদিন আগে ।আমি আমাদের স্কুলের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত কে জানিয়েছিলাম ।রাস্তা শুধু আমাদের স্কুলের প্রয়োজন তা নয়, আমাদের স্কুলের ছাত্র ছাত্রী সহ গ্রামবাসীদের ও প্রয়োজন রয়েছে ।আমি চাই রাস্তাটা খুব তাড়াতাড়ি মেরামত করা হোক ।”
আরও পড়ুনঃ বেহাল রাস্তা ক্ষুব্ধ বাসিন্দাদের পথ অবরোধ
উক্ত এলাকার পঞ্চায়েত সদস্যা সন্ধ্যা বর জানান” তিনি বিরোধী পক্ষের নেত্রী, তাই তার বুথে উন্নয়নমূলক কাজ কর্মে বাধা সৃষ্টি করছে গ্রাম পঞ্চায়েত ।কোন উন্নয়নের কাজ বললেই কর্ণপাত করে না ওরা ।”তবে তিনি স্বীকার করে নিয়েছেন রাস্তাটির দীর্ঘদিন বেহাল রয়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584