সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
বিষ মদে মৃত্যুর পর নড়েচড়ে বসলো প্রশাসন।আজ দক্ষিন ২৪ পরগনা জেলার দক্ষিন সুন্দরবনে বিভিন্ন জায়গাতে বেআইনি চোলাই রুখতে চলে অভিযান।সাগরদ্বীপের আদিবাসী অধ্যুষিত এলাকায় উদ্ধার হয় প্রচুর চোলাই মদ।
সাগর কোষ্টাল থানা ও সাগর থানার কালিবাজার ও যমুনা গ্রামে প্রচুর চোলাই মদ উদ্ধার করে আবগারি দফতর।উদ্ধার হয় মদ তৈরী সরঞ্জম।২৬০০ লিটার ফার্মেনটেশান, ৬০ লিটার আইডি ( ইল্লি সিটি ডিস্টিল লিকুইট ),প্রচুর পরিমানে হাঁড়িয়া।সকাল থেকে শুরু হয় অভিযান।
অভিযোগ ওঠে যে,আদিবাসী পাড়ার প্রতিটি বাড়িতে তৈরী চোলাই বাজেয়াপ্তর পাশাপাশি ভাঙচুর করছে পুলিশ ও আবগারি দফতর।সুন্দরবন জেলা আবগারি দফতরের অতিরিক্ত পুলিশ সুপার সহ দুই থানার পুলিশ বাহিনী নিয়ে অভিযান শুরু করে।
ঠেক ভাঙতে গিয়ে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়ে পুলিশ।তবে এই ঘটনায় কাউকেউ গ্রেফতার করেনি পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584