সড়ক যোজনা প্রকল্পে বানানো পথ নিম্নমানের হওয়ায়, কাজ আটকে বিক্ষোভ গ্ৰামবাসীদের

0
51

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

বাংলা গ্ৰামীন সড়ক যোজনা প্রকল্পে বানানো পথ নিম্নমানের হওয়ায়, কাজ আটকে দিল গ্ৰামবাসীরা। জানা যায়, সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের শিবকৃষ্ণপুর থেকে ঢাকঢল পযর্ন্ত মোট চার কিলোমিটার পাকা রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।কুশমন্ডি ব্লকের কাঁকশা নয়াপাড়া এলাকার একমাত্র এই পথটি, দীর্ঘদিন পরে পাকা হওয়ার কাজ শুরু হয়।

Villagers | newsfront.co
নিজস্ব চিত্র

মূলত দুই কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ করা এই পথটি নিম্নমানের সামগ্ৰি দিয়ে তৈরি হয় বলে ঠিকাদার রতন সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন গ্রামবাসীরা। এমনকি এই গ্রামে হাই স্কুল, অঙ্গনওয়ারি কেন্দ্র এবং একটি প্রাথমিক বিদ‍্যালয়ও রয়েছে।

Protest | newsfront.co
নিজস্ব চিত্র

আর সেই সব শিক্ষা কেন্দ্রের পড়ুয়ারা সহ হাজারেরও গ্রামবাসীর ভরসা এই রাস্তাটি। এর পাশাপাশি এদিনের এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বাংলা গ্ৰামীন সড়ক যোজনার এক আধিকারিক।যদিও এ প্রসঙ্গে তিনি বলেন, পাকা রাস্তায় পিচের পরিমাণ খুব কম দেওয়া হয়েছে। তাই গ্ৰামবাসীরা রাস্তার কাজ বন্ধ করে দেন।

আরও পড়ুনঃ মহদিপুর সীমান্ত দিয়ে পণ্য নিয়ে বাংলাদেশে যাওয়ার দাবি ট্রাক চালকদের

অপরদিকে এক গ্ৰামবাসী সামিম হোসেন জানান,” লকডাউন চলাকালীন বাংলা গ্ৰামীন সড়ক যোজনার পাকা রাস্তার কাজ বন্ধ ছিল। তবে আবারও নতুন করে পাকা রাস্তা কাজ শুরু করে দেয় ওই ঠিকাদার। এমনকি নিম্নমানের সামগ্রীর সাথে পিচ ,কম দিয়ে পাকা রাস্তা তৈরি করা হচ্ছে। আর তার দাবি জানিয়েই বিক্ষোভ দেখানো হয় এদিন”। এর পাশাপাশি এই প্রসঙ্গে আরও এক বাসিন্দা দইলোদ্দিন আহাম্মেদ জানান, “সঠিক পরিমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ না হয়, তাহলে বাংলা গ্ৰামীন সড়ক যোজনার কাজ বন্ধ থাকবে”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here