নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানা এলাকায় নদীর ধারের রাস্তায় ধস নামায় চাঞ্চল্য ছড়ালো ৷ফারাক্কায় মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আকুরা গ্রামে বাগমারী নদীর ধারে রাস্তার পাশে ধস নামায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় এলাকার বাসিন্দারা।
স্থানীয় এলাকাবাসীদের বক্তব্য গত সাত দিন ধরে দুর্গা পুজোর মধ্যেই ফারাক্কা আকুরা গ্রামে মন্ডল পাড়া মহাদেবনগর অঞ্চলে রাস্তার পাশে ধস নেমেছে আর সেই ধসে ভেঙে গেছে রাস্তার বেশকিছু অংশ ৷ সেই ধসের জেরে এলাকার বেশ কিছু বাড়িতেও ফাটল দেখা গিয়েছে ৷
এর ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বেশ কিছু পরিবার ৷ এলাকা বাসীদের দাবি অবিলম্বে ধস প্রতিরোধের কাজ শুরু করতে হবে, নাহলে আগামীদিনে ধসে ভেঙে যাবে রাস্তা ও বাড়ি, বন্ধ হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা ।
আরও পড়ুনঃ ব্যবসায়ী সমিতির অফিসে চুরি, চাঞ্চল্য চন্দ্রকোনা রোডে
তবে এই পুরো বিষয় সম্পর্কে ফারাক্কার কংগ্রেসের বিধায়ক মাইনুল হক জানান,খুব শীঘ্র ওই এলাকা পরিদর্শনে যাবেন তিনি এবং এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দারের সাথে কথা বলে সমস্যার সমাধানের জন্য ইরিগেশন দফতরকে জানানো হবে ৷ যত তাড়াতাড়ি সম্ভব ধসের স্থায়ী সমাধানের কাজ শুরু করা হবে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584