নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
নতুনভাবে কোয়ারান্টাইন সেন্টার করাকে কেন্দ্র করে বিক্ষোভ গোয়ালপোখর থানার পাঞ্জিপারাতে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, তারা এখনও গ্রিন জোনে রয়েছেন। এখানে এই সেন্টারে রোগী নিয়ে আসা শুরু হলে এটি অরেঞ্জ বা রেড জোনে চলে যেতে পারে।

তাই ওই গ্রামের ভেতর তারা কোনোভাবেই এই সেন্টার গড়ে তুলতে দিতে রাজি নয়। সংশ্লিষ্ট বিষয়ে এদিন পাঞ্জিপারা আইটিআই কলেজে এসে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।
আরও পড়ুনঃ এনআরএস হাসপাতালে ৬ প্রসূতি-সহ ৮ রোগী করোনা আক্রান্ত! মৃত ১
আইটিআই কলেজ সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর ব্লকের বিডিওর কাছ থেকে একটি প্রপোজাল লেটার পেয়ে তারা সংশ্লিষ্ট বিষয়ে ওই কলেজে একটি কোয়ারেন্টাইন সেন্টার তৈরির প্রস্তুতি শুরু করে।
গ্রামবাসীরা একথা জানতে পেরে বিক্ষোভ শুরু করেছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। পরে বিডিও জানিয়েছেন এই মুহূর্তে সেখানে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হচ্ছে না। এরপর বিক্ষোভ তুলে নেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584