নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
যখন গোটা রাজ্যে জারি রয়েছে লকডাউন তখন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার পাটনা এলাকায় বুধবার রেশন দোকানে বাতিল হওয়া আটার প্যাকেট দেওয়ার অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। জানা যায়, ওই রেশন ডিলারের মালিকের নাম সন্ধ্যা মাইতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ডিলার রেশনে গ্রাহকদের ডেট পেরিয়ে যাওয়া আটার প্যাকেট দিচ্ছিলেন। সেই সময় এই ঘটনা এক গ্রাহকের নজরে আসে। তড়িঘড়ি তিনি এলাকাবাসীদের ঘটনাটি জানান।
আরও পড়ুনঃ প্রশাসনিক নিয়মকে দূরে ঠেলে গ্যাস নেওয়ার হিড়িক গ্রাহিতাদের
এরপর খবর জানাজানি হতেই ওই রেশন ডিলার কাছে গিয়ে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। রেশন ডিলার সব কিছু জেনেই এমন ভাবেই মানুষকে বোকা বানাচ্ছে, অবিলম্বে প্রশাসনের তরফ থেকে ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক বলে দাবি জানান উত্তেজিত বাসিন্দারা। অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584