নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
সরকারের পক্ষ থেকে শিশুদের মিড’ডে মিল বাবদ খাদ্য সামগ্রী বিতরণকে কেন্দ্র করে ধুন্ধুমার অঙ্গনওয়াড়ি চত্বর। ঘটনাটি ঘটেছে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ নম্বর ব্লকের অন্তর্গত মারিশদা থানার বিলাসপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
জানা যায়, রাজ্য সরকারের নির্দেশ অনুসারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এদিন পরিমাণের চেয়েও কম চাল -ডাল-আলু দেওয়া হয় বলে অভিযোগ।যদিও ওই কেন্দ্রের শিক্ষিকা গীতা জানার বিরুদ্ধেই অভিযোগ তোলেন গ্রামবাসীরা।
আরও পড়ুনঃ লকডাউন অমান্য করে রাস্তায় টোটো,কড়া ভুমিকা পুলিশের
স্থানীয় সূত্রে জানা যায় বিতরণী সামগ্রীতে চাল ২০০ গ্রাম, আলু ২০০ গ্রাম, ও ডাল ৫০ গ্রাম কম করে দেওয়া হয়। এমনকি কাউকে আবার এই পরিমানের থেকেও আরও কম সামগ্রী দিয়েছে বলেও জানান বাসিন্দাদের। এদিন এই ঘটনার কথা গোটা এলাকাবাসীর মধ্যে জানাজানি হতেই রাগে ফুঁশতে থাকে উত্তেজিত জনতা।
তারপর ওই শিক্ষিকাকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা । এমনকি জিনিসের থেকে কম জিনিস দিয়ে বাকি জিনিসগুলি আত্মসাৎ করছে বলে দাবি জানানোর পাশাপাশি ওই শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584