দুর্নীতিগ্রস্ত রেশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্মারকলিপি গ্রামবাসীদের

0
77

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

ফের রেশন ডিলারের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে অঞ্চল অফিসে স্মারকলিপি জমা দিলেন গ্রামবাসীরা। এমনই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা দু নম্বর ব্লকের পাথুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ডিলার নানাভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত।

Chaos | newsfront.co
নিজস্ব চিত্র

গ্রামবাসীদের আরো অভিযোগ, ‘৮০০টি ভুয়ো কার্ডের মাধ্যমে রেশন সামগ্রী আত্মসাৎ করছে ওই ডিলার। আমরা একত্রিত হয়ে অঞ্চল অফিসে স্মারকলিপি প্রদান করি যাতে ওইসব দুর্নীতিগ্রস্ত ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসনের তরফে যদি আইনি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন গ্রামবাসীরা।

আরও পড়ুনঃ আমপান দুর্নীতিতে তৃণমূলের ঝান্ডা হাতে দলেরই নেতাদের বিরুদ্ধে সরব কর্মীরা

অন্যদিকে অঞ্চল প্রধানের বক্তব্য, ‘দীর্ঘদিন ধরে এই রকম ডিলারের কাজকর্মে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা ব্লক স্তরে এই অভিযোগ জানাব যাতে অবিলম্বে এই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here