শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
প্রাচীন ঐতিহাসিক স্থপতিতে পূর্ণ দক্ষিণ দিনাজপুরের বহু মন্দির শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে গেছে। যে প্রাচীন মন্দিরগুলি অবশিষ্ট আছে সেগুলোও সংস্কারের অভাবে ধংসের মুখে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের প্রাণসাগর এলাকার টেরাকোটার শিব মন্দির সংস্কারের অভাবে ধংস হয়ে যাচ্ছে।
শোনা যায় বেশ কয়েকশো বছর পূর্বে দিনাজপুরের জমিদার রমানাথ ও প্রাণনাথ দুটি দীঘি খনন করেন। রমানাথ খননকৃত দীঘির নাম রামসাগর, যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত এবং প্রাণনাথ খননকৃত দীঘির নাম প্রাণসাগর। এই পারেই প্রাণনাথ নির্মাণ করেন টেরাকোটার শিব মন্দির, কালের নিয়মে যা ধংসের মুখে।
আরও পড়ুনঃ ড্রেসিং রুমে ফেরাকালীন রোহিতের অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়
স্থানীয় সূত্রে শোনা যায়, অতীতে এই মন্দিরে কষ্টিপাথরের শিবলিঙ্গ ছিল। অতীতে কোনও একসময় এই শিবলিঙ্গ চুরি হলে স্থানীয় বাসিন্দারা মাটির শিবকেই পুজো শুরু করেন।
কিন্তু প্রাচীন এই মন্দির ধ্বংস হয়ে যাওয়ায় পাশে ছোটো একটি মন্দির তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই মন্দিরকে সরকার অধিগ্রহণ করে সংস্কারের উদ্যোগ নিলে এই মন্দির ও তার পার্শ্ববর্তী রাজ্য সরকারের মৎস্য দফতরের অধিনস্থ প্রাণসাগর দীঘিকে কেন্দ্র করে এই এলাকায় পর্যটনের বিকাশ হতে পারে। এমনকি খুলতে পারে এই এলাকার বাসিন্দাদের বিকল্প রোজগারের পথ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584