নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার ভার্চুয়াল লোক আদালত অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলা আদালতে, পশ্চিম মেদিনীপুর জেলা আইনি সেবা কেন্দ্রের উদ্যোগে। পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কমিটির সম্পাদক বিচারক সম্রাট রায় বলেন, “তিনটি বেঞ্চে ভার্চুয়াল লোক আদালত শনিবার অনুষ্ঠিত হয়। গাড়ি দুর্ঘটনা সংক্রান্ত মামলায়, শনিবার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে।
ওই সাতটি মামলায় আদায়কৃত অর্থের পরিমাণ প্রায় ৩৩ লক্ষ টাকা।” তিনি বলেন, এখনও করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় নি। তাই করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক ব্যবহার করে ভার্চুয়াল লোক আদালতে বিচারক ও আইনজীবীরা উপস্থিত হয়েছিলেন।
আরও পড়ুনঃ ‘দাদার অনুগামী’র পাল্টা এবার ‘দিদির সঙ্গে’
আগামী দিনে আরও কয়েকটি ভার্চুয়াল লোক আদালত বসানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কেন্দ্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, লোক আদালতে বিচারের জন্য যারা আবেদন করেছেন সেই আবেদনকারীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584