পরিবেশ ও জন স্বাস্থ্য সচেতনতায় আলোচনা সভা

0
56

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

করোনা আবহেই পরিবেশ ও জন স্বাস্থ্য সচেতনতায় আলোচনা সভা হয়ে গেল ইটাহারের ড: মেঘনাদ সাহা কলেজে। শিক্ষা দফতরের নির্দেশে করোনার জন্য কলেজের স্বাভাবিক কাজকর্ম বন্ধ রয়েছে। তারমধ্যেও ইটাহারের ড. মেঘনাদ সাহা কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক অনলাইন আলোচনা চক্র।

 video conference | newsfront.co
নিজস্ব চিত্র

করোনা মহামারির সময় পরিবেশ ও জন স্বাস্থ্যের ‘বৈশ্বিক সেতু নির্মাণ’ নিয়ে এই আন্তর্জাতিক আলোচনা চক্রে উপস্থিত ছিলেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ও তিনজন ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ড. মেসবাহ কামাল এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পরিবেশ ইতিহাসবিদ ড. সব্যসাচী চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ মেডিক্যাল কলেজগুলিতে করোনার সঙ্গে এবার অন্য রোগের চিকিৎসা শুরুর বিজ্ঞপ্তি স্বাস্থ্য ভবনের

আলোচনা চক্রের আয়োজকদের থেকে জানা যায়, প্রায় দুশোর উপরে পড়ুয়া, গবেষক, অধ্যাপক ও অধ্যাপিকা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। করোনা পরিস্থিতিতে জন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা মুখ্য হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি পরিবেশ সচেতনতার বিষয়টিও বারবার উঠে এসেছে। এই সময় সারা বিশ্বে উন্নত জনস্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা যে ভীষণ প্রয়োজন, তা আলোচনায় উঠে এসেছে। পরিচালন কমিটির আহ্বায়ক অধ্যাপক সুকুমার বাড়ই জানান, ‘জন স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই ধরনের আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here