গুজরাটি ঠাঁই পেলে বাংলা নয় কেন? পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

0
142

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বাংলার মেধা নিয়ে আর ৫ জন বাঙালির মতো গর্ব করেন খোদ মুখ্যমন্ত্রীও। কিন্তু পরিকল্পিত ভাবে সর্বভারতীয় ক্ষেত্রের বিভিন্ন ভাষা তালিকায় যেভাবে বাংলা ভাষাকে ব্রাত্য করে দেওয়া হচ্ছে, তা নিয়ে এদিন নবান্ন সভাঘরে ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতে গিয়ে ফের প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

mamta banerjee | newsfront.co
ভার্চুয়াল সংবর্ধনা সভায় মুখ্যমন্ত্রী ৷ নিজস্ব চিত্র

ফের সর্বভারতীয় ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রশ্নপত্রে বাংলা ভাষা রাখার সওয়াল করলেন তিনি।সোমবার নবান্ন সভাঘরে চলতি বছরের রাজ্যের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা পরীক্ষার কৃতীদের ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে রাজ্যের সফল বিভিন্ন ছাত্র -ছাত্রীদের সঙ্গে বিভিন্ন জেলা থেকে এই ভার্চুয়াল সভার মাধ্যমে কথা বলেন মুখ্যমন্ত্রী।

stage | newsfront.co
নবান্নে ভার্চুয়াল সংবর্ধনা সভা ৷ নিজস্ব চিত্র

সেখানেই তিনি বলেন, ”কেন্দ্রকে চিঠি লিখেছি। বলেছি যে গুজরাটি ভাষায় প্রশ্ন থাকলে বাংলা কেন থাকবে না?” এমনকি কেন্দ্রে জাতীয় শিক্ষানীতিতে কোনও ব়্যাংক না থাকা নিয়েও আক্রমণ করেন তিনি।তিনি বলেন, ‘এসব রেজাল্ট তো ছাত্র-ছাত্রীদের জীবনের সম্পদ।

আরও পড়ুনঃ ইউপি বিহারের মতো বাংলাতেও মাফিয়া রাজ চলছে, টকিং ফাউল বিজেপি সভাপতির

আমার মনে হয়, যে যেভাবেই পাশ করুক, একটা মেধাতালিকা দরকার। মেধাতালিকা না থাকলে কেউ নিজেদের ফলাফল নিয়ে গর্ববোধ করবে কীভাবে?এছাড়াও এদিন কৃতীদের উদ্দেশ্যে একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

আর তা বলতে গিয়েই রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্কলারশিপ – সমস্ত বিষয় নিয়ে বক্তব্য পেশ করেন। জানান যে মনীষীদের নামে রাজ্যে ইতিমধ্যেই বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে। নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থাকলেও তাঁর প্রতি সম্মানার্থেই নেতাজির বিখ্যাত স্লোগান ‘জয় হিন্দ’ নামে আরও একটি নতুন বিশ্ববিদ্যালয় তৈরির কথা জানালেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ রাজনৈতিক টার্গেট করে খুন বন্ধ হোক- সরাসরি বৈঠকে মুখ্যসচিবকে বার্তা রাজ্যপালের

এছাড়া বিআর আম্বেদকরের নামেও একটি বিশ্ববিদ্যালয়ে তৈরির ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।কোভিড পরিস্থিতির জন্য কারও যেন ভর্তিতে কোনও সমস্যা না হয় এবং আর্থিক সমস্যার জন্য কারও পড়াশোনা থমকে না যায়, সেদিকে নজর রাখতেও নবান্নের শীর্ষ কর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here