নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
মাধ্যমিক রেগুলারে পূর্ব মেদিনীপুর জেলা প্রথম না হতে পারলেও, মাধ্যমিকের দৃষ্টিহীন বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান ছিনিয়ে নিল এই জেলা। রাজ্যে মাধ্যমিকে ফের দৃষ্টিহীন বিভাগে হলদিয়ার ছেলেমেয়েরা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।
ফলাফলের শিরোনামে হলদিয়া চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক দৃষ্টিহীন শিক্ষায়তন। চৈতন্যপুর শিক্ষায়তনের ছাত্র পার্থ কুন্ডু ৬৬১ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে। দরিদ্র পরিবারের সন্তান পার্থ দিনে ৮ ঘন্টা পড়াশোনা করতো।
বাংলায় ৯৭, ইংরেজিতে ৯৪, পেয়েছে সে। রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই স্কুলের ছাত্র সুশান্ত সিং, ৬৫৭ নম্বর নম্বর পেয়েছে সে। দিনমজুর পরিবারের সন্তান সুশান্ত। বাংলায় ৯২, ইংরেজিতে ৯৪, পদার্থবিদ্যায় ৯৫ পেয়েছে সুশান্ত। রাজ্যে তৃতীয় ও মেয়েদের মধ্যে প্রথম এই স্কুলের ছাত্রী দিপালী সিট, তার প্রাপ্ত নম্বর ৬৪৮।
আরও পড়ুনঃ তিন কৃতিকে সংবর্ধনা জানাল ফেসবুক গ্রুপ
বাংলায় ৯০, ইংরেজিতে ৯৯ ও অঙ্কে ৯৯ পেয়েছে সে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তালিম তাদের সাফল্যের পথ প্রশস্ত করেছে বলে জানা গিয়েছে। একই স্কুলে পরপর তিনজন প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়ায় খুশির হাওয়া স্কুলে।
স্কুলের প্রধান শিক্ষক আশিষ পন্ডা জানিয়েছেন, “এবার দৃষ্টিহীন ১০ জন পরীক্ষার্থী রাজ্যে পরীক্ষা দিয়েছিল।তাদের মধ্যে ৯ জন স্টার নম্বর পেয়েছে। দৃষ্টিহীন বিভাগে তিনজন রাজ্যের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। আমরা গর্বিত।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584