নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে তৈরি হবে একটি দমকল কেন্দ্র।ডেবরা এবং সবং ব্লকের বিস্তৃত এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এতদিন খড়গপুর কিম্বা মেদিনীপুর দমকল কেন্দ্রের ওপর নির্ভর করতে হতো।সবংয়ের বিধায়ক গীতা ভুঁইয়া বলেন,এইসব এলাকার অধিকাংশ অগ্নিকাণ্ডের ঘটনাতেই দেখা গেছে ৫০-৬০ কিলোমিটার দূরের ওইসব দমকল কেন্দ্রগুলি থেকে গাড়ি এসে পৌঁছানোর আগেই সব পুড়ে শেষ হয়ে যায়।এজন্য সবংয়ে একটি দমকল কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।সেইমতো আজ দমকল কেন্দ্রের জন্য এলাকা পরিদর্শন করেন সবংয়ের বিডিও অভিজিৎ ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি এবং দমকল বিভাগের আধিকারিক রতন কুমার হালদার।
আরও পড়ুন: ফাঁসিদেওয়া ব্লক ছাত্র-যুব উৎসব
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584