সুদীপ পাল,বর্ধমানঃ
দুর্গাপুরের তামলা নালায় দিদি এবং ভাই এর ডুবে মৃত্যু হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। বিহারের বাসিন্দা পূজা কুমারী (৭) ও ঋষভ কুমার (৫) মামার বাড়িতে এসে এই দুর্ঘটনা ঘটল। দুর্গাপুরের মেনগেট এলাকার তামলা বস্তির বাসিন্দা রামচন্দ্র সিংহের মেয়ে লক্ষ্মীদেবীর বিয়ে হয়েছে বিহারের পটনার মানের এলাকায়। লক্ষ্মীদেবী মেয়ে পূজা ও ছেলে ঋষভকে নিয়ে বুধবার বাবার সাথে দেখা করতে এসেছিলেন।তারপরেই এই দুর্ঘটনা ঘটল। এলাকাবাসীর বক্তব্য, তামলা নালায় হাঁটু জলও নেই। সেখানে কি ভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে উঠছে প্রশ্ন চিহ্ন।পরিবারের তরফ থেকে জানা যায়, বাচ্চারা খেলতে যাওয়ার দু তিন ঘন্টা অতিক্রম হয়ে গেলেও তার পরেও বাড়ি ফিরছে না দেখে তাদের খোঁজ শুরু হয়।তখনই দেখা যায় এই দুর্ঘটনা। এলাকাবাসী বক্তব্য, সকাল ১১টা নাগাদ স্থানীয় বাসিন্দারা দুটি বাচ্চা মৃতদেহ দেখতে পায়।অন্যদিকে পরিবার খোঁজ খবর শুরু করেছে।দুটি বাচ্চা মৃতদেহকে তুলে আনতে যায় তারাই সেই ভাই বোন।দুর্গাপুর স্টিল হসপিটালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।দেহ উদ্ধার করে পুলিশ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।কিভাবে এই বিপদ ঘটলো তা বুঝে উঠতে পারছেন না কেউই।শোকে পাথর মা লক্ষ্মীদেবী।
আরও পড়ুন: বেড়িয়ে ফেরার পথে দুর্ঘটনায় আহত উনিশ শিক্ষার্থী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584