পিয়ালী দাস, বীরভূমঃ
তথ্য বিকৃত, গোপন করা, উপাচার্য পদে নিজের নাম কেন্দ্রীয় মানবসম্পদ দফতরে পাঠানোর অভিযোগে প্রাক্তন ভারপ্রাপ্ত বিশ্বভারতীর উপাচার্য সবুজকলি সেন, প্রাক্তন রেজিস্টার সৌগত চট্টোপাধ্যায়, ফিনান্স অফিসার সমিত রায়কে বরখাস্ত করল বিশ্বভারতী কর্তৃপক্ষ।
ইতিমধ্যে সবুজকলি সেন, সমিত রায়, এবং সৌগত চট্টোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে বিশ্বভারতী তরফে। চিঠি পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন।
তিনি বলেন, ‘কিছু অভিযোগের ভিত্তিতে আমাকে বরখাস্ত করা হয়েছে। তবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি যেসব অভিযোগ আমার বিরুদ্ধে এনেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।’ বিশ্বভারতী অন্য দুই পদাধিকারী সমিত রায় ও সৌগত চট্টোপাধ্যায় বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চাননি।
আরও পড়ুনঃ করোনা নিয়ে প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের ওএসডি
তবে বিশ্বভারতী সূত্রের খবর, বিশ্বভারতী রেজুলেশন খাতায় কর্মসমিতির সিদ্ধান্তকে বিকৃত করে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিজের নাম লিখে দিল্লিতে পাঠিয়ে দেন সবুজকলি সেন। তাকে সহযোগিতা করেন বিশ্বভারতীর তৎকালীন রেজিস্ট্রার সৌগত চট্টোপাধ্যায়, ফিনান্স অফিসার সমিত রায়।
বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর দায়িত্বভার গ্রহণ করার পরে এই বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গড়েন। তদন্ত কমিটি একটি রিপোর্ট জমা দেয় সেই রিপোর্টে তিনজনের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ার পর কর্মসমিতির বৈঠকে এই তিন জনকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584