সুদীপ পাল বর্ধমান
১২ জানুয়ারি জাতীয় যুব দিবসে জেলা জুড়ে বিবেকানন্দ স্মরণ অনুষ্ঠিত হলো। গলসি ২ ব্লকের ইড়কোনা বসন্ত কুমার আশ উচ্চ বিদ্যালয়ে বিবেক চেতনা উতসব পালন করা হল। গলসি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুদেব চৌধুরী, বিডিও শঙ্খ বন্দ্যোপাধ্যায় প্রমুখরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মানকর ইন্সটিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজে পালন করা হল যুব দিবস। ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়। ড. যোগজীবন গোস্বামী বর্তমান সময়ে বিবেকানন্দের প্রাসঙ্গিকতা আলোচনা করেন। মহাবিদ্যালয়ের অধ্যাপিকা অপর্ণা সরকার বলেন, ‘১৯৮৪ সালে ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে ১৯৮৫ সাল থেকে প্রতিবছর স্বামী বিবেকানন্দের জন্মদিনে ‘জাতীয় যুব দিবস পালন করা হবে।
এ বিষয়ে ভারত সরকারের মুখপত্রে বলা হয়েছে: ‘এটি অনুভূত হয় যে, স্বামীজির দর্শন এবং জীবন ও কর্মপদ্ধতি যা তিনি অনুসরণ করতেন তা ভারতীয় যুবদের জন্য অনুকরণীয়।’ বর্তমান সমাজে বিবেকানন্দ অত্যন্ত প্রাসঙ্গিক।’ জেলার বিভিন্ন বিদ্যালয়ের মহা বিদ্যালয়ের যুব দিবস পালন করা হচ্ছে। জেলার বিভিন্ন মঠ মিশনেও শ্রদ্ধার সাথে বিবেকানন্দকে স্মরণ করে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্বামী বিবেকানন্দের জন্মদিবসে ও মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদান দিবসে ডিওয়াইএফআই রাজ্য কমিটি বর্ধমান শহরে পদযাত্রার আয়োজন করে।
আরও পড়ুন: বালি মাফিয়াদের হাতে আক্রান্ত আধিকারিক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584