নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
কোভিড -১৯ মহামারীর কারণে এবারের ‘মিস ইন্ডিয়া ২০২০’ হবে ডিজিটালে। ভার্চুয়াল ফর্ম্যাটে পেজেন্টটি সারা দেশের
২৮ টি রাজ্য থেকে খুঁজে নিয়েছে প্রতিযোগীদের। অনলাইনেই নিজেদের প্রোফাইল পাঠিয়েছেন প্রতিযোগীরা। এটি একটি আভ্যন্তরীণ স্ক্রিনিং প্রক্রিয়া, যেখানে বিশেষজ্ঞ এবং প্যানেল সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে।
সব মিলিয়ে ৩১ জন লড়াই করবে চুড়ান্ত পর্বে। সৌন্দর্য এবং সৌকর্য- দুইয়ের নিরিখেই বেছে নেওয়া হবে সেরাদের।
সংক্ষিপ্ত তালিকাভুক্ত চুড়ান্ত প্রার্থীদের প্রশিক্ষণ দিতে এবং গ্রুমিং করানোর দায়িত্বে আছেন প্রাক্তন বিউটি কুইন তথা বলিউড
অভিনেত্রী নেহা ধুপিয়া। পরবর্তিকালে কনটেস্ট্যান্টদের আরও সংক্ষিপ্ত তালিকা তৈরি হবে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।
প্রতিযোগিতা প্রসঙ্গে নেহা ধুপিয়া বলেন- “প্রতি বছর ফেমিনা মিস ইন্ডিয়ার সঙ্গে যুক্ত থকার কারণে আমি আপ্লুত। এবং প্রতিবারই তার আগেরবারের স্মৃতি আমায় আনন্দ দেয়। গ্ল্যামারাস এবং বুদ্ধিদীপ্ত সকল প্রতিযোগীর জন্য রইল অনেক শুভকামনা। অবশ্যই, ডিজিটাল আয়োজন নিয়ে একটা চ্যালেঞ্জ রয়েছে। তবে, মহামারীর প্রেক্ষিতে এই উদ্যোগ উত্তেজনাপূর্ণ এবং সার্থক হবে বলে আমার বিশ্বাস।”
আরও পড়ুনঃ আসছে ‘জয় মা সন্তোষী’
অনুষ্ঠান প্রসঙ্গে মিস ইন্ডিয়া অর্গানাইজেশনের সিওও রোহিত গোপাকুমার বলেন- “চলতি বছরে এই পেজেন্ট ৫৭ বছরে পদার্পণ করল। আজকের এই ডিজিটাল জীবন মানুষের জীবনযাত্রার ধরন অনেক পাল্টে দিয়েছে। এবার প্রতিযোগিতার ফর্ম্যাট বদলে গেছে।
আরও পড়ুনঃ হইচই-তে হাজির গোয়েন্দা দময়ন্তী
এটা একটা বড় চ্যালেঞ্জ পেজেন্টের সঙ্গে জড়িত সকলকে। আমরা আশাবাদী যে এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে সকলকে। এবং অন্য এক উচ্ছ্বসিত বিজয়ী যিনি মিস আনার ক্ষমতা রাখবেন
ভারতে বিশ্ব মুকুট, আবারও। ”
এবারের বিজয়ী ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। রানার আপও সুযোগ পাবেন ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’-এ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584