করোনা আক্রান্ত বাচিক শিল্পী প্রদীপ ঘোষ প্রয়াত

0
108

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ফের করোনার করাল ছায়া শিল্প-সংস্কৃতির অন্দরে। বিশিষ্ট আবৃত্তিকার, বাচিক শিল্পী প্রদীপ ঘোষ-এর প্রাণ কেড়ে নিল এই ভাইরাস। উপসর্গহীন করোনা সংক্রমণে প্রয়াত হলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। শুক্রবার ভোর রাতে যোধপুর পার্কে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। তাঁর প্রয়াণে শোকাহত আবৃত্তি মহল।

Pradip Ghosh | newsfront.co
প্রদীপ ঘোষ

শিল্পী প্রদীপ ঘোষের মৃত্যুর খবরে স্মৃতি ভারাক্রান্ত অবস্থায় বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কাজী সব্যসাচী যখন মধ্যগগনে, সেই সময়েই আবৃত্তির দুনিয়ায় তরুণ তুর্কী প্রদীপ ঘোষ। বয়েজ ওন লাইব্রেরি হলে বাবা নিয়ে গিয়েছিলেন তাঁর আবৃত্তি শোনাতে। প্রদীপদার কণ্ঠস্বর, বলার ভঙ্গি, উচ্চারণের স্পষ্টতা আর ব্যক্তিত্ব মুগ্ধ করেছিল। আরও দু’টি জিনিস ওই দিনই আকৃষ্ট করেছিল আমায়, ওঁর ব্যক্তিত্বে মাখামাখি সৌন্দর্য আর এঁকে অটোগ্রাফ দেওয়া।’’

আরও পড়ুনঃ কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের নিরাপত্তা অধিকর্তা

প্রবীণ আবৃত্তিকারের প্রয়াণে স্মৃতিচারণ করেন জগন্নাথ বসুও। তাঁর স্মৃতিচারণায় উঠে এল প্রদীপ ঘোষের সঙ্গে কাজী সব্যসাচীর অন্তরঙ্গতা। ছয়ের দশকের শেষের দিক থেকে এক মঞ্চে এক কবিতা ভাগাভাগি করে বলতেন কাজী সব্যসাচী এবং প্রদীপ ঘোষ।

নজরুলপুত্র হয়তো কোনও কবিতার মুখরা আবৃত্তি করে বলতেন, ‘বাকি শোনাবেন প্রদীপ’। এর পরেই সভাগৃহে প্রদীপের গলা রিনরিন করে বেজে উঠত আর মুগ্ধ হয়ে তা শুনতেন শ্রোতাসাধারণ।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত কুমার শানু

জগন্নাথ বসু আরও জানালেন, অসাধারণ কণ্ঠের অধিকারী না হয়েও অদ্ভুত দক্ষতায় নিজের স্বর ব্যবহার করতে জানতেন প্রদীপ। মাইকে একেবারে মুখ ঠেকিয়ে আবৃত্তি করতেন অনায়াসে। যা কেউ কোনও দিন করেননি। সেই বিশেষ ভঙ্গিমাই অমর করেছে আবৃত্তিকারের কণ্ঠে কাজী নজরুল ইসলামের ‘আমার কৈফিয়ৎ’ বা বুদ্ধদেব বসুর ‘জোনাকি’-র মতো কবিতা।

প্রবীণ বাচিক শিল্পী দেবাশিস বসুর স্মৃতিচারণাতেও প্রদীপ ঘোষের নানা ঘটনা উঠে এল। তাঁর কথায়, “একজন সরকারি চাকুরে এতখানি সংস্কৃতিমনস্ক, প্রদীপ ঘোষকে না দেখলে বিশ্বাস করা কঠিন। কাজী সব্যসাচীর পরে তাঁর কণ্ঠে ‘কামাল পাশা’ বা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ জনপ্রিয়তার চূড়া স্পর্শ করেছিল। স্ত্রী চলে যাওয়ার পরে মানসিক দিক থেকে একাকিত্বই বাচিক শিল্পীর সঙ্গী হয়েছিল”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here