নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা পরিস্থিতিতে অনেকেই রক্তদান করতে ভয় পাচ্ছেন। ফলে ইসলামপুর মহকুমা হাসপাতালে এই মুহূর্তে চলছে রক্ত সংকট।
এই পরিস্থিতিতে মূলত সমাজকর্মীরাই বাঁচিয়ে রেখেছেন ইসলামপুরের ব্লাড ব্যাংক। তাই ফের ইসলামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট দূর করতে এগিয়ে এলেন ইসলামপুরের যুবক যুবতীরা। রোগীর রক্তের প্রয়োজন হলে তার প্রাণ বাঁচাতে রক্তদান ছাড়া আর কোন বিকল্প রাস্তা নেই।
আরও পড়ুনঃ শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে স্বেচ্ছায় রক্তদান শিবির ঝাড়গ্রামে
এই কথা মাথায় রেখে ব্লাডমেটস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রবিবার ইসলামপুর ডরমেটরিতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমাজকর্মী দিব্যদশ্রী ভট্টাচার্য্য তার নিজ উদ্যোগে এলাকার যুবক যুবতীদের নিয়ে এই শিবির পরিচালনা করেন।
এই শিবিরে ৬ জন তরুণী সহ মোট ৩২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা গিয়েছে। এই শিবিরে রক্তদান করেন ইসলামপুর থানার ট্র্যাফিক ওসি সৌমিক চক্রবর্তী। সংগৃহীত রক্ত ইসলামপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকে পাঠানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584