বড়মা হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা

0
34

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বিশ্বজুড়ে মানব জাতির মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে মহামারি নোভেল করোনা ভাইরাস। বিপর্যস্ত দিশেহারা সারা দুনিয়া। একটা বছরের অর্ধেকেরও বেশী সময় ধরে পৃথিবী যেন থমকে দাঁড়িয়ে আছে এক উৎকন্ঠাময় অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে বদ্ধ ঘরে।

people | newsfront.co
সংবর্ধনা প্রদান ৷ নিজস্ব চিত্র

ঠিক সেই সময় আক্রান্ত মানুষদের বাঁচাতে, ঘর সংসার পিছনে ফেলে , জীবন তুচ্ছ করে ,দিনরাত শ্রম দিয়ে চলেছেন একদল চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা ৷ সেই ভাবনা থেকেই শনিবার পূর্ব মেদিনীপুর জেলা তথা রাজ‍্যের অন‍্যতম কোভিড চিকিৎসা কেন্দ্র পাঁশকুড়া বড়মা হাসপাতালের কর্তৃপক্ষ, চিকিৎসক ও সকল চিকিৎসা কর্মীদের সম্বর্ধনা জানানো হয় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট নতুন বাজারের এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ।প্রত‍্যেকর কপালে চন্দনের ফোঁটা, শরীরে ত্রিবর্ণ রঞ্জিত উত্তরীয়, সবাইকে হাতে হাতে ফুলের স্তবক, স্মারক , মিষ্টান্ন এবং গলায় পদক ঝুলিয়ে শুভেচ্ছা ও সম্মান জানান উদ‍্যোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ।

আরও পড়ুনঃ শালবনিতে ১০০ শয্যার কোয়ারেন্টাইন সেন্টার গড়লো ডালমিয়া সিমেন্ট

উদ‍্যোগী সংস্থার পক্ষে শ‍্যামাপ্রসাদ মুখার্জী বলেন, ‘ আজকে মানুষ নাজেহাল হচ্ছেন করোনা ভাইরাস আক্রান্তে যতটা, তার থেকে বেশি হয়রানি ও বিধ্বস্ত হতে হচ্ছে করোনা আবহে নানা গুজব, ভ্রান্ত ধারণা ও সামাজিক – মানসিক ব‍্যধিতে। তখন সবকিছু পিছনে ফেলে একদল মানুষ আক্রান্তদের সুস্থ করতে যেভাবে লড়ছেন তার তুলনা হয় না। আজকে পাঁশকুড়া বড়মা কোভিড হাসপাতালের সবাইকে সংবর্ধনার মাধ্যমে সারা রাজ‍্য ও দেশের চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের আমরা শ্রদ্ধা, সম্মান জানালাম, পাশে থাকার বার্তা দিলাম।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদের এক কলেজের দুর্নীতিতে নাম জড়াল প্রাক্তন জেলা সভাধিপতির

বড়মা হাসপাতালের ম‍্যানেজিং ডিরেক্টর আবজল শাহ বলেন,’আমাদের হাসপাতালে করোনা আক্রান্ত রোগিদের যে চিকিৎসা চলছে সেই রোগির সংখ্যা প্রায় এক হাজার হতে চলেছে। আমরা অত‍্যন্ত সাফল্যের সাথে এর চিকিৎসা করে চলেছি। যতদিন পারব আমরা এই পরিষেবা নিষ্ঠাসহকারে দিয়ে যাব। আজকের মত এই সংবর্ধনা বা সম্মান চিকিৎসাকাজে যুক্ত সবাইকেই বিশেষ উৎসাহ ও প্রেরণা জোগাবে। উদ‍্যোগীদের অসংখ্য ধন্যবাদ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here