কোচবিহারে পথ কুকুরদের রেডিয়াম বেল্ট পরানো হল

0
113

মনিরুল হক, কোচবিহারঃ

পথ কুকুরদের নিরাপদে রাখতে এবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পথ কুকুরদের রেডিয়াম বেল্ট পরানো হয়। মঙ্গলবার অ্যানিম্যালস এন্ড রিচার্স সোসাইটির উদ্যোগে এই কর্মসূচী পালন হয়।

এইদিন ছিল এই সংস্থার প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ওই স্বেচ্ছাসেবী সংস্থার থেকে বলা হয়েছে।

volunteer organization wearing radium belt to street dog | newsfront.co
নিজস্ব চিত্র

কোচবিহার শহরের গুঞ্জবাড়ি থেকে ২নং ব্লকের পুন্ডিবাড়ি পর্যন্ত পথ কুকুরদের বেল্ট পরানো হয়। সংস্থার সম্পাদক অধিরথ আইচ বলেন, পথ কুকুরদের দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ১৪ বছর পর ঘরের মেয়ে বাড়ি ফিরে আসায় আপ্লুত পরিবার

একই ভাবে কুকুরদের কারনেও অনেক সময়ে বিভিন্ন যানবাহন দুর্ঘটনার কবলে পরে। এসব থেকে রক্ষা পেতেই এই বেল্ট গুলো কুকুরদের গলায় পরানো হয় বলে তিনি জানান। গত ৩ মাসে পুন্ডিবাড়ি থেকে খাগড়াবাড়ি পর্যন্ত সড়ক পথে প্রায় ১০০ কুকুরের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

জাতীয় সড়কে এই দুর্ঘটনার হার বেশি থাকায় জাতীয় সড়কে থাকা পথ কুকুরদের এই বেল্ট পরানো হয়েছে এদিন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here