নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে ভোটার তালিকা সংশোধনের কাজ। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আগামী বছরের ৫ জানুয়ারির মধ্যে প্রতিটি আবেদন খতিয়ে দেখা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৫ জানুয়ারি।
গতকাল বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করে জেলার আধিকারিকদের একথা জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। করোনা পরিস্থিতির কারণে অন্য বছরের মতো এবছর সেপ্টেম্বরে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করা যায়নি।
আরও পড়ুনঃ কঙ্গনা নিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে হুমকি ফোন, টালিগঞ্জে গ্রেফতার যুবক
প্রথমে ১৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা জানানো হয়। কিন্তু ওই দিন ভাইফোঁটা। সেই কারণে খসড়া তালিকা প্রকাশ আরও দু’ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, প্রত্যেক শনি ও রবিবার বুথে বুথে বসবেন বুথ স্তরের অফিসাররা। ওই দিনগুলিতে বিশেষ ক্যাম্প করা হবে।
আরও পড়ুনঃ মাসে দু’দিন করে খুলবে লাইব্রেরি, পাঠকদের প্রবেশে অনুমতি নেই
আগামী ২০২১ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে, তারাই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারবেন। ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে গেলে ৬ নম্বর ফর্ম পূরণ করতে হবে। নতুন প্রকাশিত ভোটার তালিকার উপর ভিত্তি করেই ২০২১ সালের বিধানসভা ভোট হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584