উদ্বোধনের অপেক্ষায় মন্তেশ্বর কর্মতীর্থ

0
139

শ্যামল রায়,কালনাঃ

প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে মন্তেশ্বর রাই গ্রামে কর্মতীর্থ তৈরির কাজ সমাপ্ত।জানা গিয়েছে যে আগামী এক মাসের মধ্যে কর্মতীর্থটি চালু হয়ে যাবে। কর্মতীর্থটি কাদের দ্বারা পরিচালিত হবে এবং কিভাবে কর্মতীর্থ থেকে সরকারি রাজস্ব আয় বাড়তে পারে বিস্তারিতভাবে তার আলোচনাও হয়েছে।বুধবার পূর্বস্থলী এক নম্বর ব্লকের ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোগের আধিকারিক বিশ্বজিৎ রায় জানিয়েছেন যে, মঙ্গলবার মন্তেশ্বর ব্লকের মামুদপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রাই গ্রামে কর্মতীর্থটি তৈরির কাজ শেষ হয়েছে।

উদ্বোধনের অপেক্ষায় কর্ম তীর্থ। নিজস্ব চিত্র

আগামী দিন এই কর্মতীর্থটি কোন এক বেনিফেসিয়ারির মাধ্যমে চালু করা হবে  খুব শীঘ্রই‌।পি ডাবলু রোডস কর্মতীর্থটির বিল্ডিংটি তৈরি করেছে। মঙ্গলবার বিল্ডিংটির কাজ শেষ হবার পর হস্তান্তর করে দেওয়া হয়েছে ক্ষুদ্র-মাঝারি শিল্প উদ্যোগের আধিকারিকদের হাতে।
এই সময় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের আধিকারিক অভিজিৎ কর ও স্থানীয় পঞ্চায়েতের প্রধান আজিজুল হকসহ অনেকে।

কর্ম তীর্থ সম্পর্কিত বৈঠক। নিজস্ব চিত্র

কর্মতীর্থটি চালু হলে বহু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দ্বারা চালিত হয় তাহলে সেই সব গরীব মানুষের সংসার চালানোর খরচা অনেকটাই উপার্জন হবে এখান থেকে।
আগামী দিন কর্মতীর্থ এলাকার মানুষের মুখে হাসি ফোটাবে এমনটাই আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here