অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
বিস্মিত ক্রিকেট দুনিয়া। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ৮ উইকেটের লজ্জার পরাজয় বরণ করলো বিরাট কোহলির ভারতীয় দল। ভারতের সর্বনিম্ন, বিশ্বক্রিকেটে দ্বিতীয়। ১৯৫৫ সালে নিউজিল্যান্ড ২৬ রানে অলআউট হয়েছিল। তারপর ৬৫ বছরের ইতিহাসে এটাই সবথেকে কম। এতদিন ভারতের সর্বনিম্ন রান ছিল ৪২।
অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা, শ্যেন ওয়ার্ন যেন বিশ্বাসই করতে পারছেননা। বললেন, “আমি নিজে মাঠ, পিচ দেখেছি। ভারত যদি ৬০-৭০ ওভার খেলতে পারতো অস্ট্রেলিয়া বিপদে পরে যেত। চূড়ান্ত ব্যর্থ কোহলিরা। বলার কোনো ভাষা নেই। এমনকি কোহলিরও কিছু বলার মতো মুখ নেই।“
আরও পড়ুনঃ গোলাপি বলের টেস্টে রেকর্ড করলেন হ্যাজেলউড
দল নির্বাচন নিয়ে প্রবল সমালোচনার মুখে কোচ রবি শাস্ত্রী এবং কোহলি। কোচ ও অধিনায়কের দিকে আঙ্গুল তুলছেন ভারতীয় ক্রিকেট মহল। এমনকি দলে শাস্ত্রী-কোহলির রাজনীতির প্রশ্নও তুলছেন ভারতীয় সমর্থকেরা। মাঠে বসে মাইক হাসি বললেন, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিনা। অবিলম্বে দলের ব্যাটিং নিয়ে ভাবনা-চিন্তা করা উচিত। প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম রসিকতা করে বলেছেন, ক্ষনিকের জন্য গল্ফ খেলতে গিয়েছিলাম। ফিরে এসে শুনি খেলা শেষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584