পাম্প বিকল হওয়ায় ব‍্যাপক জল কষ্টে ভুগছেন আবাসনের আবাসিকরা

0
40

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

পুলিশ আবাসনে জল না থাকায় ভুগছেন আবাসনের আবাসিকরা। দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট থানার পুলিশ আবাসনের ঘটনা।

water scarcity | newsfront.co
আবাসনে ট‍্যাঙ্কিতে করে জল সরবরাহ। নিজস্ব চিত্র

জানা যায়, গত চারদিন ধরে বালুরঘাট থানার আবাসনের জলের পাম্প বিকল হয়ে যায়। যার জেরে জল সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন পুলিশ কর্মীর পরিবাররা। আবাসনে জল সংকট কাটাতে বালুরঘাট পুরসভার পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে।

water tank | newsfront.co
জলের ট‍্যাঙ্কি। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ করোনা উপসর্গ নিয়ে ভর্তি মহিলার নিউমোনিয়া হয়েছে, ঘোষণা স্বাস্থ্য দপ্তরের

তবে ওই ট্যাঙ্ক থেকে জল নিয়ে আবাসনের তিন ও চার তলাতে টেনে নিয়ে যেতে প্রবল সমস্যায় পড়ছেন বাসিন্দারা। দ্রুত ওই আবাসনগুলিতে জল সরবরাহ স্বাভাবিক করা হোক এমনই দাবি বাসিন্দাদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here