জলকষ্টের আশঙ্কা কাঁকসায়

0
78

সুদীপ পাল,বর্ধমান

Water trouble at Kashi
নিজস্ব চিত্র

সবে গ্রীষ্মকাল শুরু হয়েছে। তারমধ্যেই পশ্চিম বর্ধমানের কাঁকসা পঞ্চায়েত সমিতির অন্যতম বড় গ্রাম গোপালপুরের মানুষরা জল কষ্টের আশঙ্কায় দিন গুনছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন এর মধ্যে অধিকাংশ পুকুর শুকিয়ে যাচ্ছে।

কিন্তু জল নিয়ে এরকম আশঙ্কা কেন? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানে জল সরবরাহ করে পিএইচঈ।তার জলাধারের জলধারন ক্ষমতা ৮০ হাজার গ্যালন এবং দিনে দুইবার জল সরবরাহ করা হয়। কিন্তু আগের থেকে কলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেক। তাই জলের গতি সেভাবে থাকে না।

আরও পড়ুনঃ জোড়া অগ্নিকান্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা

স্থানীয়দের বক্তব্য, অনুন্নত সম্প্রদায়ের পাড়াগুলিতে ব্যাপক জল সঙ্কট দেখা যায়। পঞ্চায়েত সমিতি সজলধারা প্রকল্পে জল সরবরাহ করার কোন উদ্যোগ সেখানে না নেওয়ায় এবার গ্রীষ্মে চরম জল সঙ্কটে ভুগবে সম্পূর্ণ গোপালপুর।

যদিও অনেকে বলছেন ভরা শীতে বা অন্যান্য সময়ে জলের কল বন্ধ হয় না ফলে ব্যাপক জল অপচয় হয়। সচেতন করা যায়নি মানুষদের কোনোভাবেই। তারই ফল এখন ভুগতে হবে।
কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য্য বলেছেন ভোট ঘোষণা হয়ে যাওয়ায় নতুন কোন প্রকল্প ঘোষণা করা যাবে না তবে পঞ্চায়েত থেকে জল সঙ্কট দেখা দিলে তা মোকাবিলা করার ব্যবস্থা নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here