দু’ বছর ধরে হাসপাতাল চত্বরে চলছে জলের অপচয়

0
82

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

Water wastage at hospital premises | newsfront.co
নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর করণদিঘি গ্রামীণ হাসপাতালে বিগত দু’বছর ধরে একই দৃশ্য দেখা যাচ্ছে। যেমন প্রশাসনের তরফ থেকে সচেতন শিবির করে জল ভরো জল ধরো এই কর্মসূচি ব্লগের বিভিন্ন জায়গায় হয়েছে সচেতন শিবির এক দৃশ্য দেখা গেল করণদিঘী হাসপাতালে পাম্প হাসপাতালের বিভিন্ন জায়গায় জল ভরে এবং খাওয়ার জল সরবরাহ করে এই জল দীর্ঘ দুই বছর ধরে হাসপাতাল চত্বরে জলমগ্ন হয়ে গেছে পাম্পসেট মেশিন যখন চালায়।

Water wastage at hospital premises | newsfront.co
অপচয়। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পুজোর আগে দুঃসাহসিক চুরি,আতঙ্ক এলাকায়

Water wastage at hospital premises | newsfront.co
স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

বিএমএস কে ফোন করলে ফোন ধরে না। বারবার বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কাজ হয়নি জানায় স্থানীয় বাসিন্দারা।

Bijay Muktar | newsfront.co
বিজয় মুক্তার, বিডিও। নিজস্ব চিত্র

এবিষয়ে বিডিও বিজয় মুক্তার বলেন, যত শীঘ্রই আমি বিএমএসকে বলবো এবং জলটাকে এবং মেশিনের কোন পার্টস খারাপ হয়েছে তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here