টেট পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা করল প্রাথমিক শিক্ষা সংসদ

0
155

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সপ্তাহখানেক আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তৃতীয় টেট পরীক্ষার দিন ঘোষিত হবে। বছরের শেষ দিন তা ঘোষণা করল প্রাথমিক শিক্ষা সংসদ।

Primary education | newsfront.co
প্রতীকী চিত্র

জানানো হয়েছে নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন, ৩১ জানুয়ারি হবে টেট পরীক্ষা তৃতীয় দফা। আগের দুটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেননি, তারা এই পরীক্ষায় বসতে পারবেন। যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের পরীক্ষা হবে ১০ থেকে ১৭ জানুয়ারি।

Primary Tet notice | newsfront.co

১৬৫০০ শূন্যপদের জন্য প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। দুপুর একটা থেকে সাড়ে তিনটে প্রায় দেড় ঘণ্টা হবে পরীক্ষা। ১৫০ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। এর মধ্যেই পরীক্ষার্থীদের এডমিট কার্ড এবং পরীক্ষাকেন্দ্র জানিয়ে দেওয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here