নজিরবিহীন দাবি রাজ্যপালের, কমিশনের কাছে বেশ কিছু বুথে পুনঃনির্বাচন চাইলেন খোদ রাজ্যপাল

0
88

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সদ্য সমাপ্ত ১০৮ টি পুরভোট প্রসঙ্গে আলোচনার জন্য রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস-কে সোমবার রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন বিকেল সাড়ে তিনটের সময় রাজ্য নির্বাচন কমিশনার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সংবাদমাধ্যম সূত্রের খবর, ভোটে সন্ত্রাসের বিষয়ে তাঁকে রাজ্যপালের একগুচ্ছ প্রশ্নের মুখে পড়তে হয়।

Jagdeep Dhankhar
রাজ্যপাল জগদীপ ধনখড়

সূত্র মারফৎ জানা গিয়েছে যে, ভোট পরিচালনায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে কমিশনারের কাছে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। এছাড়াও একাধিক কেন্দ্রে বিরোধী প্রার্থীদের আক্রান্ত হওয়া, ইভিএম ভাঙচুর, সাধারণ মানুষের ভোট না দিতে পারার অভিযোগ নিয়ে প্রশ্ন করার পাশাপাশি বেশ কিছু বুথে পুনরায় নির্বাচন চেয়েছেন খোদ রাজ্যপাল। তাছাড়া হাওড়া পুরনিগমের ভোট না হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল।

জানা গিয়েছে, পুরভোটে সন্ত্রাস সংক্রান্ত যাবতীয় রিপোর্ট রাজ্য নির্বাচন কমিশনারের কাছ থেকে চেয়েছেন রাজ্যপাল। সংবাদমাধ্যম সূত্রে খবর, ইভিএম ভাঙ্গার বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন যে, অনেকগুলি ইভিএম আংশিক ভাবে ভাঙ্গলেও তথ্য রয়ে গিয়েছে কাজেই গণনায় কোন সমস্যা হবে না। তবে দুটি বুথে আবার ভোট হবে সেকথা জানানো হয়েছে কমিশনের তরফে।

আরও পড়ুনঃ উপগ্রহ মারফৎ নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা দিয়ে ইউক্রেনের পাশে এলন মাস্কের সংস্থা ‘স্টার লিংক’

গোটা বিষয়টি নিয়ে রাজ্যপাল স্বভাবসিদ্ধ একটি টুইটও করেছেন। তাতে লিখেছেন, ‘নির্বাচন যাতে সুষ্ঠু হয় তা নিশ্চিত করতে কমিশনকে সমস্ত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং হাওড়া পুরসভার নির্বাচন না করা তাদের সাংবিধানিক দায়িত্বের ব্যর্থতা।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here