কৃষকদের থেকে সরাসরি ধান সংগ্রহ করবে পশ্চিমবঙ্গ সরকার! আসছে নতুন প্রকল্প

0
90

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

দেশের নয়াকৃষি আইনের বিরোধিতা করে ইতিমধ্যেই রাস্তায় প্রতিবাদে নেমেছে তৃণমূল কংগ্রেস। কৃষকরা যাতে সঠিক সহায়ক মূল্য পান তার জন্যই নতুন কৃষি আইন প্রণয়ন করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় সরকারের। এদিকে আবার আগামী বছর জুন পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

তার আগে রাজ্য সরকারের কৃষক বন্ধু চরিত্র উজ্জ্বল করতে তৎপর খাদ্য দপ্তর। আর তার জন্য সরাসরি কৃষকদের কাছ থেকে শস্য কেনার সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। এর জন্য একটি বিশেষ প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার।

জানা গিয়েছে, এই প্রকল্পে সরাসরি কৃষকদের কাছ থেকে খারিফ শস্য সংগ্রহ করা হবে। মঙ্গলবার এ ব্যাপারে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় ৩০ লক্ষেরও বেশি কৃষককে তালিকাভুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।

আরও পড়ুনঃ সফল ভারত বন্‌ধে চাপে কেন্দ্র, মঙ্গলবার সন্ধ্যাতেই কৃষক নেতাদের বৈঠকে ডাকলেন শাহ

পশ্চিমবঙ্গে ধান উৎপাদনকারী প্রায় ৭২ লক্ষ কৃষকের মধ্যে ইতিমধ্যে ১৩ লক্ষ কৃষক এই প্রকল্পে যোগ দিয়েছেন। বেশি সম্ভব কৃষক যাতে এই প্রকল্পে যোগ দেন তার জন্য চেষ্টা চালানো হচ্ছে। এতে একদিকে কৃষকরাও তাদের ন্যায্য সহায়ক মূল্য পাবেন এবং অন্যদিকে রাজ্য সরকারের পক্ষে ধান সংগ্রহ করা সহজ হবে। আমরা চলতি মাসের শেষে ধান সংগ্রহ করার কাজ শুরু করব।

আরও পড়ুনঃ শুভেন্দু অধিকারীর নিরাপত্তার জন্য রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছে তার অনুগামীরা

রাজ্যের কৃষি বিভাগ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু সবজির ফলন কম হলেও এবারের ধানের ফলন খুবই ভাল হয়েছে। কিন্তু চাহিদা সেভাবে না থাকায় ধানের দাম অনেকটাই কমে গিয়েছে। ফলে সরকার সহায়ক মূল্যেরও কম পাচ্ছেন চাষীরা। এই প্রকল্পে রাজ্য সরকার এবং চাষী দু’পক্ষের সুবিধা হবে।

জানা গিয়েছে, সরকার কৃষক প্রতি প্রায় ৪৫ কুইন্টাল ধান সংগ্রহের পরিকল্পনা করছে। গত বছর কৃষকদের কাছ থেকে সর্বোচ্চ ৯০ কুইন্টাল ধান নিয়েছিল সরকার। গত বছর কুইন্টাল প্রতি ১৮৬৮ টাকা সহায়ক মূল্য দেওয়া হয়। কৃষকরা যাতে মজুতদার বা আড়তদারদের কাছে ধান বিক্রি না করে সরাসরি সরকারকে ধান দেয় সে ব্যাপারে নজর রাখতে একটি বিশেষ নজরদারির ব্যবস্থা করছে রাজ্য সরকার। আর কৃষকরা চলতি বছরও ধানের ভালোই সহায়ক মূল্য পাবেন বলে কৃষি বিভাগ সূত্রে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here