লোকাল ট্রেন মেট্রো চালাতে রাজি নয় রাজ্য, জানালেন মুখ্যসচিব

0
115

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশজুড়ে বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। আগামী ৩১মার্চ শেষ হবে চতুর্থ দফা লকডাউনের মেয়াদ। যতদিন যাচ্ছে ভারতে করোনা পরিস্থিতি আরও জটিল হচ্ছে। কোভিড মোকাবিলায় কী এবার শুরু হতে চলেছে পঞ্চম দফার লকডাউন? কেন্দ্রের এরকম পরিকল্পনা থাকলেও এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এমতাবস্থায় আগামী ১ জুন থেকে রাজ্যে লোকাল ট্রেন এবং মেট্রো চালানোর বিরোধিতা করল রাজ্য।

Rajiva Sinha | newsfront.co
ফাইল চিত্র। ছবিঃ এএনআই

নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন ক্যাবিনেট সচিব। ওই বৈঠকেই শহরতলির ট্রেন এবং মেট্রোর মতো গণপরিবহণ পরিষেবা চালু করার বিষয়ে রাজ্যের অভিমত জানতে চাওয়া হয়। আর তখনই কেন্দ্রকে শহরতলির ট্রেন এবং মেট্রো পরিষেবা এখনই চালু না করার কথা জানান মুখ্যসচিব রাজীব সিংহ। শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকে পূর্ব এবং দক্ষিণ শাখার পূর্ব রেলের লোকাল ট্রেনে প্রতিদিন প্রায় ২২ লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন।

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে সপ্তাহজুড়ে চলবে ঝড়-বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মেট্রোতে প্রতিদিন প্রায় ৫ লাখ মানুষ যাতায়াত করেন। করোনা পরিস্থিতিতে লোকাল ট্রেন ও মেট্রোয় সামাজিক দূরত্ব কতটা মেনে চলা সম্ভব হবে তা নিয়ে সংশয় রয়েছে প্রশাসনের শীর্ষ কর্তাদের। এহেন অবস্থায় লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা চালু করে দিলে করোনা সংক্রমণ দ্রুত ছড়াবে। তখন কোনোভাবেই আর কোভিড সংক্রমণ ঠেকানো যাবে না। তাই ১জুন থেকে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা চালু না করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

সূত্রের খবর, এ দিন কন্টেনমেন্ট জোনে পুরোপুরি লকডাউন রাখার কেন্দ্রীয় প্রস্তাবে সহমত জানায় রাজ্য। আলোচনা হয় শপিং মল খোলার বিষয়েও। ইতিমধ্যেই কর্নাটকে শপিং মল কর্তৃপক্ষগুলি রাজ্যের কাছে মল খোলার অনুমতি চেয়েছে। সামাজিক দূরত্ব মেনে জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিচ্ছেন বলে সরকারকে আশ্বাস্ত করেছেন মল কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here