শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রাজ্যের একাধিক পুরসভায়, বাড়ি বাড়ি থেকে জঞ্জাল নেওয়ার প্রক্রিয়া চালু থাকলেও অনেক এলাকাতেই বর্জ্যের চাপ কমছে না। অনেক ক্ষেত্রে গাড়ি অনিয়মিত এলে এই বর্জ্য নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। করোনা আবহে এর সঙ্গে পড়ে থাকা ব্যবহৃত মাস্কও বাড়াচ্ছে আতঙ্ক। এই পরিস্থিতিতে এবার রাজ্যের পুর এলাকায় এই বর্জ্যের চাপ কমাতে ৪ টি এলাকায় ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
কোথায় কোথায় হচ্ছে এই ইউনিটগুলি? জানা গিয়েছে, হুগলির বৈদ্যবাটি, উত্তর ২৪ পরগণার অশোকনগর, নিউটাউনের পাথরঘাটা ও রাজীবনগরের কাছে প্রমোদনগরে হবে এই ইউনিট। এর জন্যে খরচ হবে ২২০০ কোটি টাকা। এর ফলে রাস্তায় পড়ে থাকা বর্জ্যের পরিমাণ অনেকটাই কমানো সম্ভব হবে বলে দাবি প্রশাসনের।
২০১৯ সালেই জাতীয় পরিবেশ আদালত দেশের ১ লক্ষ বা তার অধিক জনসংখ্যা যেখানে আছে সেখানকার পুরসভাগুলিকে ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস’ চালু করতে বলেছিল। যেখানে বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহ, সেই জঞ্জাল আলাদা করা, ডাস্টবিন বসানো, রাস্তার আবর্জনা সাফাই, প্লাস্টিক বন্ধ করার মতো নির্দেশ ছিল।
আরও পড়ুনঃ ‘সি-টি ভ্যালু’ র মাধ্যমে উপসর্গহীন করোনা রোগীদের মৃত্যুর হার কমাতে এবার উদ্যোগী স্বাস্থ্য দফতর
যদিও সেই কাজ সম্পূর্ণ ভাবে পালন হয়নি বলে অভিযোগ। তার জেরে রাজ্য সরকারকে ১ কোটি টাকা অন্তর্বর্তী ক্ষতিপূরণ জমা দিতে বলা হয়েছে। ক্ষতিপূরণ দিয়ে বর্জ্য ব্যবস্থাপনার ছবি পালটাতে এবার আগ্রহী হয়েছে প্রশাসন। তাই রাজ্যের পুর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় এই ধরনের ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ ভুয়ো নমুনা পরীক্ষা প্রতারণায় মৃত্যু করোনা পজিটিভ বৃদ্ধের! ধৃত ৩ স্বাস্থ্যকর্মী
যে নয়া চারটি ইউনিট খোলা হচ্ছে তাতে হুগলির বৈদ্যবাটি প্রকল্পে খরচ ৬০০ কোটি টাকা। হুগলির ৮ পুরসভা এটি ব্যবহার করবে। উত্তর ২৪ পরগণার অশোকনগরের প্রকল্পের খরচ ১৫০ কোটি টাকা৷ এখানে মোট ৩টি পুরসভা ব্যবহার করবে। নিউটাউনের পাথরঘাটায় প্রকল্প খরচ ৪০০ কোটি টাকা।
যেখানে বিধাননগর, নবদিগন্ত ও কলকাতা পুরসভার ২১ ওয়ার্ড ব্যবহার করবে। প্রমোদনগর সবচেয়ে বড় প্রকল্প। খরচ হবে প্রায় ১১০০ কোটি টাকা। মোট ৮ টি পুরসভা এটি ব্যবহার করবে। পুর দফতরের এই কাজে খুশি রাজ্যের পরিবেশ দফতর। এখন করোনা আবহে এই ইউনিটের গুরুত্ব অনেকটা বাড়বে বলেই মত ওই দফতরের কর্তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584